Saturday, November 15, 2025

টিকাকরণের পরই নাগরিকত্ব বিলি, মতুয়া মন জয়ে সিএএ প্রচার শাহের

Date:

বৃহস্পতিবার ঠাকুরনগরের জনসভায় গিয়ে সিএএ(CAA) ইস্যুতে মতুয়াদের আশ্বস্ত করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু হওয়া প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষকে তিনি জানালেন দেশব্যাপী করণা ভ্যাকসিনেশনের কাজ শেষ হলেই শুরু হয়ে যাবে নাগরিকত্ব দেওয়ার কাজ। পাশাপাশি এই ইস্যুতে তৃণমূল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানালেন অমিত শাহ।

সিএএ নিয়ে কেন্দ্রের অবস্থান কি তা মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এসে স্পষ্ট করুন অমিত শাহ(Amit Shah)। এই দাবিতে সোচ্চার হয়ে উঠেছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার ভোট গরম বাংলায় মাটি শক্ত করতে সেই দাবি মেনে ঠাকুরনগরে(Thakurnagar) উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Central Home minister)। সেখানেই নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) প্রসঙ্গে তিনি জানান, ‘দেশজুড়ে ভ্যাকসিনেশনের কাজ শেষ হলেই হয়ে যাবে পিছে।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। করোনার জন্য সিএএ পিছিয়ে গেছে। তবে আমরা যা বলি তা করি।’ এরপরই মুসলিম সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে শাহ বলেন, ‘তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না।’

আরও পড়ুন:ক্ষমতায় এসেই ঠাকুরনগরের নাম পরিবর্তনের ঘোষণা অমিতের, আশঙ্কায় মতুয়ারা

তবে এখানেই থেমে থাকেননি তিনি। সবশেষে মতুয়াদের মন জয় করতে তিনি আরো বলেন, ‘বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর রেলস্টেশনের নাম শ্রীধাম রেলস্টেশন হবে।’ আর তাঁর এই মন্তব্য থেকেই শুরু হয় বিতর্ক। কারণ, মতুয়াদের পুজ্য ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদের নামেই ওই এলাকা এবং স্টেশনের নাম ঠাকুরনগর। ক্ষমতায় এলে সেই নাম পরিবর্তনের যে ইঙ্গিত অমিত শাহ দিয়েছেন তাতে মোটেও খুশি নন বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, অনেকটা গোবলয়ের ধাঁচে যে ‘শ্রীধাম’ নাম রাখতে চাইছেন অমিত শাহ তাতে মতুয়াদের মন জয়ের পরিবর্তে তাদের ভেতর অসন্তোষ বাড়িয়ে দিয়ে গেলেন কেন্দ্রীয় নেতা।

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version