Monday, November 3, 2025

করোনা বিধি মেনেই শুক্রবার থেকেই খুলবে রাজ্যের স্কুলগুলি, ঘোষণা শিক্ষামন্ত্রীর

Date:

করোনা মহামারি এবং তার জন্য দীর্ঘ লকডাউন। গোটা দেশের সঙ্গে রাজ্যের স্কুল-কলেজগুলিতে পঠন-পাঠন স্তব্ধ। এবার প্রায় এগারো মাস পর আগামীকাল, শুক্রবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পঠন-পাঠন শুরু হতে চলেছে। ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

আবার আগামীকাল-ই ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জানিয়ে দিলেন, বনধ সত্ত্বেও পূর্ব ঘোষণা মতোই শুক্রবার থেকে স্কুল খুলবে৷

শিক্ষামন্ত্রীর কথায়, ”এতদিন পঠন-পাঠনের জন্য রাজ্যের পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা উদ্বিগ্ন ছিলেন৷ মধ্যামিক-উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কী হবে, তাদের প্র্যাক্টিকাল ক্লাস কীভাবে হবে, এসব না ভেবে যদি তাঁরা বনধ ডাকেন তার জন্য আমরা নিজেদের সিদ্ধান্ত বদল করব না৷ আমরা আগামিকাল থেকে স্কুল খোলার পুরো ব্যবস্থা করেছি৷ কেউ বনধ ডাকলেও স্বাস্থ্যবিধি মেনে স্কুল কর্তৃপক্ষ যে ভাবে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের শুরু করবেন, তাতে সব রকম সাহায্য করতে রাজ্য সরকার তৈরি৷”

এদিকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে স্কুল খোলায় অনেকের কোভিড ধরা পড়েছে। এ রাজ্যে কি কোনও ঝুঁকি হতে পারে? আগামীকাল থেকে স্কুল খুলছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তরে শিক্ষামন্ত্রী বললেন, সমস্ত স্কুল কর্তৃপক্ষকে ভালো করে জানিয়ে দেওয়া, সমস্ত কোভিড বিধি মেনেই যেন স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

আরও পড়ুন- আলাদা কোচবিহারের দাবির কথা শুনেছেন অমিত শাহ, দাবি গ্রেটার নেতা-কর্মীদের

Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version