Monday, November 10, 2025

কোহলিদের দুঃসময়! ইংল‍্যান্ড সিরিজে পাওয়া যাবে না জাদেজাকে

Date:

ইংল্যান্ডের( england) বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা( ravindra jadeja)। এমনটাই জানা গেল বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া( Australia ) সফরে বাঁ হাতের বুড়ো আঙুলের হাড় ভেঙেছিল জাড্ডুর। সম্প্রতি তাঁর আঙুলে অস্ত্রোপচারও হয়েছে। জাদেজার চোট ঠিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানা যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে একেই প্রথম টেস্টে বিশ্রী হার। গোদের উপর বিষফোঁড়া আবার চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধরে নিয়েছিল, চোট সারিয়ে ফিট হয়ে সম্ভবত আমেদাবাদে তৃতীয় টেস্টে দলে ফিরবেন জাদেজা। কিন্তু তার আর কোনও সম্ভাবনা থাকছে না। কারণ বিশেষজ্ঞের মতে, চোট সারিয়ে ফিট হতে জাদেজার আরও কিছুদিন সময় লাগবে। এখনই দলে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়। যা পরিস্থিতি তাতে, পুরো টেস্ট সিরিজেই আরও পাওয়া যাচ্ছে না ভারতের এই তারকা অলরাউন্ডারকে।

প্রথম টেস্টে হারের পর কোহলিকে ব্রিগেডকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে কিছু পরিবর্তন হতে পারে। ফিট হয়ে দলে ফেরার সম্ভাবনা রয়েছে অক্ষর প্যাটেলের। জাদেজা দলে না থাকায় অলরাউন্ডার হিসেবে অক্ষরই কোহলির বড় ভরসা হয়ে উঠতে পারেন। এ দিকে শাহবাজ নাদিমের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রাক্তনদের দাবি, দ্বিতীয় টেস্টে নাদিমের বদলে কুলদীপ যাদবকে ফেরানো হোক দলে। কিন্তু কুলদীপকে ফেরানোর বিষয়ে রাজি নন অধিনায়ক। বরং নাদিমের পাশেই দাঁড়িয়েছেন বিরাট। তবে একান্তই যদি শাহবাজ নাদিমকে না খেলানো যায়, সে ক্ষেত্রে রাহুল চাহারকেও প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। সে দিক থেকে অধিনায়কের পছন্দ অনুযায়ী কুলদীপের চেয়ে এগিয়ে চাহারই।

এ দিকে ওয়াশিংটন সুন্দর রান পেলেও, তাঁর বোলিং নিয়ে অসন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। তবে ম্যানেজমেন্টের ভাবনায় যাই থাকুক না কেন, দল নির্বাচনের ক্ষেত্রে সকলের আগে অধিনায়কের মতামতকেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:সুস্থ অশ্বিন, জানাল বিসিসিআই

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version