সকাল থেকে নবান্ন চত্বর উত্তপ্ত, আটক কয়েকজন বিক্ষোভকারী

সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে নবান্ন (Nabanno) অভিযান বাম (Left) ছাত্র-যুবদের। কিন্তু তার আগেই সকালে নবান্নের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ডিওয়াইএফআইয়ের (Dyfi) ১০-১২ জন কর্মী-সমর্থক। ঘটনায় কয়েক জনকে আটক করেছে পুলিশ।

এদিন, দশটি বাম যুব-সংগঠনের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদহ (Sealdah) ও হাওড়া (Howrah) থেকে পৃথক দু’টি মিছিল আসবে। ডোরিনা ক্রসিং-এর সামনে জমায়েত হওয়ার কথা। তবে, কলকাতার (Kolkata)মধ্যই জামায়াত আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। ডোরিনা ক্রসিং ঘিরে রেখেছে প্রচুর পুলিশ (Police)।

আরও পড়ুন:শোভনের বিরুদ্ধে কুণাল-দেবশ্রীর মানহানি মামলা গৃহীত আলিপুর আদালতে