ছাত্র মিছিলে পুলিশি নিরাপত্তা নেই, সেলিম-সুজনের নিশানায় শাসকদল

নবান্ন অভিযানে বামেদের মিছিলে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আগামীকাল শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে বাম শিবির। এই বিষয়ে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেছেন, ‘আজকের ঘটনা অপ্রত্যাশিত। সারা রাজ্য জুড়ে কয়েক লক্ষ বেকার যুবকদের হয়ে নবান্নে কথা বলতে এই মিছিলের আয়োজন করেছিল বাম-কংগ্রেস শিবিরের যুব-ছাত্র সংগঠন।’ তিনি রাজ্য সরকারকে একহাতে নিয়ে বলেছেন, ‘রথযাত্রায় পুলিশ পাহারা দেওয়া যায় কিন্তু ছাত্র মিছিলে পুলিশি নিরাপত্তা নেই। অসংখ্য ছাত্রছাত্রী আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে। অনেকেই গুরুতর জখম অবস্থায় চিকিত্‍সাধীন।’
বাম নেতা সুজন চক্রবর্তী এদিনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে শাসকদলকে একহাত নেন। সাংবাদিকদের জানান, ‘প্রতিদিন বেকার পড়ুয়াদের প্রতারণা করা হচ্ছে, তাঁদের কাছ থেকে লুঠ করা হচ্ছে। সেই দাবি নিয়ে এদিন নবান্ন অভিযানের আয়োজন করা হয়।’
তিনি আরও বলেছেন, ‘মিছিলের উপর পুলিশের অকথ্য অত্যাচারের এটা স্পষ্ট যে এবার নবান্নের তেজ-দম্ভ ভাঙবে, দিল্লির তেজও ভেঙে গুড়িয়ে যাবে। নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহারের ফলে বহু ছাত্রছাত্রী আহত হয়েছেন।’ তাঁর কথায়, ‘৪০০-৫০০ জন যুব-ছাত্র কমবেশি আহত হয়েছে। গুরুতর জখমদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

Previous articleকরোনা বিধি মেনেই শুক্রবার থেকেই খুলবে রাজ্যের স্কুলগুলি, ঘোষণা শিক্ষামন্ত্রীর
Next articleঠাকুরঘরে জয় শ্রীরাম বলেন মমতা, রাজনীতি করতে নয়: সুব্রত