Thursday, August 21, 2025

কোভ্যাক্সিন সরবরাহ বন্ধ করতে কেন্দ্রকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর, উত্তর দিল স্বাস্থ্যমন্ত্রক

Date:

দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে টিকা দেওয়ার কাজ। কিন্তু পিছু ছাড়েনি বিতর্ক। বরং ভারতে তৈরি কোভ্যাক্সিন (Covaxin) নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্র বিরোধী দলের নেতারা। এবার ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস দেও কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন যাতে এই প্রতিষেধকের সরবরাহ বন্ধ করা হয়৷ এই আবেদনের প্রেক্ষিতে উত্তরও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

উল্লেখ্য, ছত্তিশগড়ে রয়েছে কংগ্রেস (Congress) সরকার। হাত শিবির প্রথম থেকেই বিরোধিতা করে এসেছে এই ভ্যাকসিনের। অভিযোগ, ট্রায়াল শেষ হওয়ার আগেই শুরু করা হয়েছে টিকাকরণ পদ্ধতি। ফলে ‘ভারত বায়োটেক’-এর এই প্রতিষেধক মানব দেহে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে আশংকা করছেন অনেকেই। একই সঙ্গে এই প্রতিষেধক ব্যবহারের শেষ দিন নিয়েও স্পষ্ট করে কিছু বলা হয়নি বলে অভিযোগ করে বলেছেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন: নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন দীনেশ ত্রিবেদী

ভ্যাকসিনের বিরুদ্ধে রাজ্যের এই অভিযোগ পত্র প্রকাশ পেয়েছে টুইটারেও। উত্তর দিতে দেরি করেননি কেন্দ্রীয় স্বাথ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, টিকা প্রদানের লক্ষ্যমাত্রা থেকে অনেকটাই পিছিয়ে ছত্তিশগড়ের (Chattishgarh) সরকার৷ টিএস দেও’র অভিযোগগুলি খারিজ করে হর্ষ বর্ধন বলেছেন, কোভ্যাক্সিন সম্পূর্ণ নিরাপদ। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। টুইটারে একটি ছবি পোস্ট করে তিনি আরও জানিয়েছেন, ‘আপনার কার্যকারিতা শেষ হওয়ার দিন নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন।’

ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে হর্ষ বর্ধন তথ্য দিয়ে দাবি করেছেন, মাত্র ৯.৫৫ শতাংশ প্রথম সারির করোনা যোদ্ধা টিকা পেয়েছেন। টিকাপ্রাপকের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৫১২। যা লক্ষমাত্রার থেকে অনেকটাই কম বলে অভিযোগ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version