Saturday, August 23, 2025

নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশনে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন দীনেশ ত্রিবেদী

Date:

তৃণমূল কংগ্রেস ছাড়লেন দীনেশ ত্রিবেদী। শুক্রবার নাটকীয়ভাবে রাজ্যসভার অধিবেশন চলাকালীন সাংসদ পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করে তিনি বলেন, অন্তরাত্মার ডাকে তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দিলাম। তাঁর কথায় দমবন্ধ হয়ে আসছিল। উপায় ছিল না। বিজেপি সূত্রে খবর, সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেবেন।

বেশ কয়েক দিন থেকেই প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বেসুরো সুরে বাজছিলেন। এদিন পদত্যাগ করতে তিনি রাজ্যসভার অধিবেশনকেই বেছে নেন। বলেন, যখন রেলমন্ত্রী ছিলাম, তখন থেকেই আমার মনের মধ্যে এই প্রশ্ন জেগেছিল। স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কাজ করতে পারছিলাম না। হিংসা ছড়াচ্ছে। গণতন্ত্র ভূলুন্ঠিত। তাই এবার পদত্যাগ করে মানুষের কাছে গিয়ে দাঁড়াব। তাঁদের হয়ে কাজ করব। দীনেশের পদত্যাগে ক্ষোভ চেপে রাখেননি সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ভোটের আগে তিনি এই সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসঘাতকতা করলেন।

দীনেশের পদত্যাগে উৎসাহিত বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ওই দলে কেউ থাকবে না। এক এক করে সকলে ছেড়ে দিচ্ছে। ভোটের পর দলটাই থাকবে না। লক্ষ্যণীয় হলো বারাকপুরে দীনেশের অন্যতম বিরোধী অর্জুন সিংও তাঁর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version