Friday, November 7, 2025

শেষ হচ্ছে গুলাম নবি আজাদের মেয়াদ, আসছেন মল্লিকার্জুন খাড়গে

Date:

রণনীতিতে পরিবর্তন আনছে কংগ্রেস৷ সাংসদ পদে মেয়াদ শেষ হতে চলেছে বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদের (Gulam Nabi Azad)। তাঁর পরিবর্তে মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবিরের হাইকম্যান্ড, খবর এমনটাই। এতদিন সংসদের উচ্চ কক্ষের প্রধান বিরোধী নেতার পদ সামলেছিলেন গুলাম নবি আজাদ। মল্লিকার্জুন খাড়গকে সেই পদে বসানোর আর্জি জানিয়ে রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে (Venkaiya Naidu) কংগ্রেস ইতিমধ্যে চিঠি দিয়েছে বলেও খবর।

এর আগে জম্মু-কাশ্মীরের রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্বাচিত হয়েছিলেন গুলাম নবি আজাদ। কিন্তু ভারতের এই উপত্যকা অঞ্চল এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ এতোদিন বহাল থাকা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে কেন্দ্র। তাই সেখানে এখন নেই বিধানসভাও। অন্যদিকে বেশ কয়েক বছর বিরোধী দলনেতা হিসেবে সংসদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে মল্লিকার্জুনের। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০১৯ সালের পর লোকসভায় প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে কংগ্রেস। এখন তাদের শক্তি সীমাবদ্ধ রয়েছে কেবল রাজ্যসভাতেই। আপাতত এই সংসদ ভবনেই অভিজ্ঞ রাজনৈতিক মস্তিষ্ককে কাজে লাগাতে চাইছে হাত শিবির।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

বর্ষীয়ান গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে চোখের জল ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তাঁর জন্য৷ এই ঘটনা ছাড়াও গুলাম নবি আজাদের নিষ্ঠা এবং শিষ্টাচার ভারতীয় রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সংসদীয় রাজনীতিতে ৩ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ তিনি। ৩ বার লোকসভা এবং ৫ বার রাজ্যসভার সাংসদ পদের দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ।

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version