শেষ হচ্ছে গুলাম নবি আজাদের মেয়াদ, আসছেন মল্লিকার্জুন খাড়গে

রণনীতিতে পরিবর্তন আনছে কংগ্রেস৷ সাংসদ পদে মেয়াদ শেষ হতে চলেছে বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদের (Gulam Nabi Azad)। তাঁর পরিবর্তে মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবিরের হাইকম্যান্ড, খবর এমনটাই। এতদিন সংসদের উচ্চ কক্ষের প্রধান বিরোধী নেতার পদ সামলেছিলেন গুলাম নবি আজাদ। মল্লিকার্জুন খাড়গকে সেই পদে বসানোর আর্জি জানিয়ে রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে (Venkaiya Naidu) কংগ্রেস ইতিমধ্যে চিঠি দিয়েছে বলেও খবর।

এর আগে জম্মু-কাশ্মীরের রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্বাচিত হয়েছিলেন গুলাম নবি আজাদ। কিন্তু ভারতের এই উপত্যকা অঞ্চল এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ এতোদিন বহাল থাকা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে কেন্দ্র। তাই সেখানে এখন নেই বিধানসভাও। অন্যদিকে বেশ কয়েক বছর বিরোধী দলনেতা হিসেবে সংসদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে মল্লিকার্জুনের। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০১৯ সালের পর লোকসভায় প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে কংগ্রেস। এখন তাদের শক্তি সীমাবদ্ধ রয়েছে কেবল রাজ্যসভাতেই। আপাতত এই সংসদ ভবনেই অভিজ্ঞ রাজনৈতিক মস্তিষ্ককে কাজে লাগাতে চাইছে হাত শিবির।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

বর্ষীয়ান গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে চোখের জল ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তাঁর জন্য৷ এই ঘটনা ছাড়াও গুলাম নবি আজাদের নিষ্ঠা এবং শিষ্টাচার ভারতীয় রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সংসদীয় রাজনীতিতে ৩ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ তিনি। ৩ বার লোকসভা এবং ৫ বার রাজ্যসভার সাংসদ পদের দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ।