Thursday, August 21, 2025

ভয়াবহ বিস্ফোরণে জেরে শুক্রবার বিকেলে রীতিমতো আতঙ্ক ছড়াল তামিলনাড়ুর(Tamil Nadu) ভেম্বাকট্টি এলাকার আচানকুলাম গ্রামে। এক বাজি কারখানায়(firecracker factory) ব্যাপক বিস্ফোরণের(Blust) জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরো ৩৬ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার ও বিস্ফোরণস্থলের আগুন নেভাতে উপস্থিত হয়েছে পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সত্তুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উদ্ধার হয় ৯টি মৃতদেহ। মৃতদের শরীর এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তাদের শানাক্ত করা কঠিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় আরো দুইজনের। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১১ জনের। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ৩০ জন উদ্ধারকারী, পাঁচজন আধিকারিক ও স্থানীয়দের সাহায্যে উদ্ধারকার্য শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাজি কারখানা ১০টি ঘর পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

দমকলের আধিকারিক গণেশান জানান, বাজি কারখানায় যখন বিস্ফোরণ ঘটে তখন ভিতরে প্রায় ৫০ জন কর্মচারী কাজ করছিলেন। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা না গেলেও তদন্তকারীদের অনুমান, ওই বাজি কারখানায় বেআইনিভাবে বাজি উৎপাদন হচ্ছিল। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক আর কান্নান। গুরুতর আহত একাধিক কর্মীকে সাত্তুর হাসপাতাল থেকে মাদুরাইয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই বিস্ফোরণের পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তামিলনাড়ু সরকারের তরফে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা  এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version