Sunday, August 24, 2025

হায়দরাবাদের (Hyderabad) বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। নির্বাসনের কারণে গত ম্যাচের মতো এই ম্যাচেও রিজার্ভ বেঞ্চে থাকতে পারেননি প্রধান কোচ রবি ফাউল। যদিও সর্মথকরা আস্থা রেখেছিলেন টমি গ্রান্টের ওপর। ক্রম তালিকায় চার নম্বরে থাকা দলটির বিরুদ্ধে গুছিয়ে ফুটবল খেলছিল ইস্টবেঙ্গল। যার সুবাদে শুরুতে একটি গোলও তুলে নেয় তারা।

গতকাল সাংবাদিক সম্মেলনে গ্রান্ট আগেই জানিয়েছিলেন, রাজু গায়কোয়াডকে দলে রাখতে চাইছেন তিনি। ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল তাকে দলে নিয়েছিল। প্রথম ম্যাচে নেমে রাজু বুঝিয়ে দিয়েছিলেন তাকে দলে নিয়ে কোনো ভুল করেনি লাল-হলুদ শিবির। নিখুঁত ট্যাকেল এবং বিষাক্ত লম্বা থ্রো বারংবার বিপদে ফেলেছে বিপক্ষ দলকে। যদিও মাঝে তাল কেটেছিল চোট সমস্যা। তাই হায়দারাবাদের বিরুদ্ধে তাকে ম্যাচে পাওয়ার ব্যাপারে ছিল সংশয়। কিন্তু চোট সারিয়ে মাঠে ফিরে এসেছিলেন রাজু। শুরু থেকেই নিজামের শহরের বিরুদ্ধে তাকে ব্যবহার করলেন গ্রান্ট। এছাড়াও ফাউলারের মতো কোনো পরীক্ষা-নিরীক্ষা না করে নামিয়ে ছিলেন পূর্ণাঙ্গ শক্তির মশাল বাহিনীকে।

আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে অবশেষে সাজা ঘোষণা, ৭ বছরের কারাদণ্ড অরুণ মুখোপাধ্যায়ের

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। নবাগত ব্রাইটের সৌজন্যে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। পিলক্লিন্টনের ফ্লিক থেকে বল ধরে ডিফেন্ডারকে এড়িয়ে গোল করে যান ব্রাইট। এদিকে ইস্টবেঙ্গলের কাছে এদিনের ম্যাচ ছিল ‘মাস্ট উইন’। লিগ টেবিলের নবম স্থানে থাকলেও অঙ্কের বিচারে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। হায়দরাবাদকে হারাতে পারলে সেই কাজ অনেকটাই হতে পারত সহজ। সমর্থকরাও ভেবেছিলেন লিগে আরও একটি জয় আনতে চলেছে তাদের প্রিয় দল।

৮৩ মিনিটে প্রশ্ন থাকল রেফারির সিদ্ধান্ত নিয়ে। ব্রাইটকে কাট্টিমনি অবৈধভাবে বাধা দিলেও রেফারি পেনাল্টি দেননি বলে অভিযোগ। ম্যাচের অতিরিক্ত সময়ে তিন পয়েন্টের আশায় জল ঢালল হায়দারাবাদ। ৯২ মিনিটে আর আরিদানের গোলে সমতায় ফেরে তারা। ৯৭ মিনিটে হায়দরবাদ দশজনে হয়ে গেলেও ম্যাচে ফেরার আর সুযোগ পায়নি ইস্টবেঙ্গল। ফলে আট নম্বর ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...
Exit mobile version