Saturday, November 8, 2025

ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

Date:

ভয়াবহ বিস্ফোরণে জেরে শুক্রবার বিকেলে রীতিমতো আতঙ্ক ছড়াল তামিলনাড়ুর(Tamil Nadu) ভেম্বাকট্টি এলাকার আচানকুলাম গ্রামে। এক বাজি কারখানায়(firecracker factory) ব্যাপক বিস্ফোরণের(Blust) জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরো ৩৬ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার ও বিস্ফোরণস্থলের আগুন নেভাতে উপস্থিত হয়েছে পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সত্তুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উদ্ধার হয় ৯টি মৃতদেহ। মৃতদের শরীর এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তাদের শানাক্ত করা কঠিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় আরো দুইজনের। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১১ জনের। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ৩০ জন উদ্ধারকারী, পাঁচজন আধিকারিক ও স্থানীয়দের সাহায্যে উদ্ধারকার্য শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাজি কারখানা ১০টি ঘর পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

দমকলের আধিকারিক গণেশান জানান, বাজি কারখানায় যখন বিস্ফোরণ ঘটে তখন ভিতরে প্রায় ৫০ জন কর্মচারী কাজ করছিলেন। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা না গেলেও তদন্তকারীদের অনুমান, ওই বাজি কারখানায় বেআইনিভাবে বাজি উৎপাদন হচ্ছিল। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক আর কান্নান। গুরুতর আহত একাধিক কর্মীকে সাত্তুর হাসপাতাল থেকে মাদুরাইয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই বিস্ফোরণের পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তামিলনাড়ু সরকারের তরফে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা  এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version