Sunday, August 24, 2025

‘গদ্দাররা ভারতের ভূখণ্ড চিনকে দিয়ে দিয়েছে’, লাদাখ ইস্যুতে বিস্ফোরক রাহুল

Date:

দীর্ঘদিন ধরে লাদাখে(ladakh) চলতে থাকা অচলাবস্থার পর সম্প্রতি রাজ্যসভায় দাঁড়িয়ে পূর্ব লাদাখের পরিস্থিতি ব্যাখ্যা করেন রাজনাথ সিং(Rajnath Singh)। তার বক্তব্যের পাল্টা দিয়ে এদিন সাংবাদিক বৈঠকে কার্যত ফুঁসে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সুর চড়িয়ে তাকে বলতে শোনা যায়, ‘গদ্দাররা ভারত মাকে ছিঁড়ে একটা টুকরো চিনকে দিয়েছে।’

রাতে সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যের পর শুক্রবার সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, ‘গতকাল প্রতিরক্ষামন্ত্রী একটি বিবৃতি দিয়েছিলেন। শুরুতে সরকারের যে অবস্থান ছিল, তার উপরই সমঝোতা করা হয়েছে। এখন প্রতিরক্ষামন্ত্রী বিবৃতি জারি করে বলছেন যে আমরা পিছু হটে ফিঙ্গার ৩-তে অবস্থান করব। ভারতীয় সীমান্ত ফিঙ্গার ৪ অবধি এবং আমাদের সেখানেই অবস্থান করা উচিত।’ এরপরই রীতিমতো ক্রুদ্ধ হয়ে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, ‘গদ্দাররা ভারত মাকে ছিঁড়ে একটা টুকরো চিনকে দিয়েছে।’ এরপর সরাসরি দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আক্রমণ শানিয়ে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ভীতু, তাই চিনের সামনে রুখে দাঁড়াচ্ছে না। উনি দেশের সেনাবাহিনীর আত্মত্যাগকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। ভারতের কারোর এই বিষয়টি মেনে নেওয়া উচিত নয়।’

আরও পড়ুন:করোনা গাইডলাইন মেনে নিতে হবে পরীক্ষা, নির্দেশ CBSE বোর্ডের

প্রসঙ্গত, গত বুধবার থেকেই ভারত-চিন দুই দেশের তরফেই সেনা প্রত্যাহার শুরু হয়ে গিয়েছে পূর্ব লাদাখ সীমান্তে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘চিনের সঙ্গে একাধিকবার আলোচনার পর দুই দেশই সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতায় এসেছে। প্যাংগং হ্রদের দক্ষিণ ভাগ থেকে সেনা প্রত্যাহার করে ফিঙ্গার ৮-এ অবস্থান করবে। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীও পিছু হটে ফিঙ্গার ৩-র কাছেই ধনসিং থাপা পোস্টে মোতায়েন থাকবে।’ তার এহেন বক্তব্যের পাল্টা দিয়েই শুক্রবার সরব হন রাহুল গান্ধী।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version