বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান পুলিশের (Police) ভূমিকার প্রতিবাদে 12 ঘণ্টার ধর্মঘটের বিচ্ছিন্ন প্রভাব পড়ল হুগলিতে (Hoogli)। শুক্রবার সকালে গোঘাটের বেঙ্গাই চোমাথায় এলাকায় বাম (Left) কর্মী-সমর্থকরা আরামবাগ (Arambag) বাঁকুড়া (Bankura) রাজ্য সড়ক আটকে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক।

পান্ডুয়াতেও অবরোধ করে বামেদের। নেতৃত্বে স্থানীয় সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কোন্নগরে (Konnogar) বাটার মোড়ে জিটি রোড অবরোধ করে দেন বামফ্রন্টের ছাত্র-যুবরা।

আরও পড়ুন:বনধ উপেক্ষা করায় বেধড়ক মার বাইক আরোহীকে, আক্রান্ত ট্যাক্সি-অটো চালকরাও
কোন্নগরে বামফ্রন্টের পথ অবরোধে দেখা গেল অন্য ছবি। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে গোলাপ দিয়ে সৌজন্য দেখালেন বামফ্রন্টের নেতা-কর্মীরা।

তবে, কোন্নগরে অবরোধ চলাকালীন পথচারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল বাম ছাত্র-যুবরা।
