মিনাখাঁয় হামলা বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

মিনাখাঁয় বিজেপি (BJP) নেতা বাবু মাস্টার (BABU MASTER) ওরফে ফিরোজ কামাল গাজির উপর হামলা৷ বসিরহাটে একটি সভা সেরে ফেরার সময় তাঁর গাড়িতে গুলি, বোমা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতার গাড়ি ঘিরে চলে এলোপাথাড়ি গুলি, বোমা।

মিনাখাঁর লাউহাটি ফাঁড়ির কাছে গাড়ি ঘিরে দুষ্কৃতী হামলার ঘটনাটি ঘটে।বাসন্তী হাইওয়েতে স্পিডব্রেকারে গাড়ি থামতেই এই হামলা চালানো হয়। বিজেপি নেতা বাবু মাস্টারের মাথায় বোমার স্‍‍প্লিন্টারের আঘাত লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভেন্দু অধিকারী-ঘনিষ্ঠ বাবু মাস্টারকে।পুলিশ জানিয়েছে, ‘কীভাবে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে’৷

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে বাবু মাস্টার যোগ দিয়েছিলেন বিজেপিতে৷। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন বাবু মাস্টার। সূত্রের খবর, বিজেপি নেতার গাড়ির বাঁ দিক দিয়ে দুষ্কৃতী হামলা চালানো হয়৷ বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এলাকায় থাকছিলেন না বাবু মাস্টার।

আরও পড়ুন- সেচ দফতরে দুর্নীতি করেছেন “মুখোশধারী” রাজীব! চাঞ্চল্যকর অভিযোগ তাঁর জেলার-ই বিধায়কের

Advt