Wednesday, November 12, 2025

রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে মেদিনীপুর থেকে রথ যাত্রার সূচনা দিলীপের

Date:

কোচবিহারে অমিত শাহের(Amit Shah) পর শনিবার পঞ্চম দফায় মেদিনীপুর থেকে পরিবর্তন যাত্রার(Parivartan Yatra) সূচনা করেছেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিজেপির পরিবর্তন যাত্রার এই রথ কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে পৌঁছোবে চন্দ্রকোনা শহরে। গেরুয়া বাহিনী এই রথযাত্রাকে কেন্দ্র করে এলাকার বিজেপি সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পরিবর্তন যাত্রার সূচনায় মেদিনীপুর থেকে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ শানাতেও দেখা গেল দিলীপ ঘোষকে।

পরিবর্তন যাত্রা উপলক্ষে এদিন জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে আমি মাওবাদী আন্দোলন দেখেছি, নকশাল আন্দোলন দেখেছি। তবে এখানকার সাধারণ মানুষ কিছুই পাননি। হতভাগ্য সেই সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। আপনারা বিশ্বাস রাখুন এই যাত্রার মাধ্যমে রাজ্যে পরিবর্তন এনে বাংলাকে উন্নত করা হবে।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার আগে তৃণমূল যে কথা বলেছিল তা তারা পালন করেনি। বিজেপির হাত ধরে পরিবর্তন আসতে চলেছে বাংলা।’

আরও পড়ুন:প্রাক্তন প্রধান বিচারপতি আস্থা রাখতে পারছেন না আদালতে!কিন্তু কেন?

শনিবার বিজেপির এই পরিবর্তন যাত্রায় দিলীপ ঘোষের পাশাপাশি গেরুয়া রথে দেখা গিয়েছে বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়কে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শনিবার কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে চন্দ্রকোনা পৌঁছোবে পরিবর্তন যাত্রা। যাত্রাপথে একাধিক জায়গায় রথ থামিয়ে জনসভা করবেন দিলীপ ঘোষ।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version