Sunday, January 11, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট: সেঞ্চুরির সামনে রোহিত

Date:

Share post:

টুর্নামেন্টের শুরুতে ফেভারিট হিসেবে শুরু করেছিল ভারত (India)। কিন্তু প্রথম ম্যাচে হারের পর এখন কার্যত কোণঠাসা টিম ইন্ডিয়া। শনিবার দ্বিতীয় টেস্টের (Test) শুরু থেকেই তাই কিছুটা চাপের মধ্যেই ম্যাচ শুরু করেছে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। মধ্যাহ্নভোজে ভারতের সংগ্রহ ১০৬ রান ৩ উইকটের বিনিময়ে। ৭৮ বলে ৮০ রান করে ক্রিজে টিকে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

প্রত্যাশামতো দলে এসেছে পরিবর্তন। গত ম্যাচে ব্যর্থ শাহবাজ নাদিম- এর পরিবর্তে দলে প্রবেশ করেছেন অক্ষর প্যাটেল (Axar Patel)। রোহিত শর্মা রানের মধ্যে থাকলেও হতাশ করলেন অপর ওপেনার শুভম গিল। কোনও রান না করেই তিনি ফিরে গিয়েছেন সাজঘরে। ৫৮ বলে ২১ রান করে প্রত্যাশা পূরণে ব্যর্থ চেতেশ্বর পুজারাও। রোহিত শর্মার সঙ্গে এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দ্বিপাক্ষিক এই সিরিজগুলিতে এক একটি ম্যাচ নিতে পারে নির্ণায়ক ভূমিকা। চ্যাম্পিয়নশিপের শুরুতে ভারত প্রথম দিকে থাকলেও যত দিন যাচ্ছে ততই র‍্যাঙ্কিয়ের দিক থেকে অনেক পিছিয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বিরাটবাহিনীর বিরুদ্ধে। এরই মধ্যে ভারতের ব্যর্থতার জন্য অনেকেই আঙুল তুলছেন অধিনায়ক বিরাট কোহলির দিকেই। বিশেষত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর এই চাপ বেড়েছে আরও। দ্বিতীয় ম্যাচেও যদি প্রথম ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি হয় তাহলে কোহলির বিরুদ্ধে আরও অনেকে যস আঙ্গুল তুলবেন তা বলাই বাহুল্য। এই মুহূর্তে দলের জয় যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিরাটের জন্য গুরুত্বপূর্ণ রানের মধ্যে থাকা।

রোহিত শর্মার সঙ্গে যদি বিরাট কোহলির জুটি জমে যায় তাহলে তা যে ভারতের পক্ষে লাভদায়ক হবে সেটা সহজেই অনুমেয়। অন্যদিকে প্রত্যাশামতো পরিবর্তন এসেছে ইংল্যান্ডের প্রথম একাদশে। ক্রিকেটারদের চাঙ্গা রাখার জন্য এখন রোটেশন পদ্ধতির সহায়তা নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই গত ম্যাচে পারফরম্যান্স করা জেমস অ্যান্ডারসনকে এই ম্যাচে বসিয়েছে তাদের দল। তামিলনাডুর এম এ চিদাম্বরম স্টেডিয়ামে জেমস অ্যান্ডারসনের না থাকার ফলে বাড়তি লাভ পেতেই পারে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড বোলিং লাইন-আপের অপর নির্ভরযোগ্য বোলার স্টুয়ার্ট ব্রডকে এদিন পাওয়া যায়নি চেনা ছন্দে। বিরতির আগে পর্যন্ত তিনি ওভারপিছু দিয়েছেন ৫ রানের কিছু বেশি। উপমহাদেশীয় উইকেটে প্রথম দিনেই যদি কোনও অভিজ্ঞ বোলার ৫ রান করে দিয়ে থাকেন তাহলে চতুর্থ পঞ্চম দিনে তার ওপর আরও চাপ বাড়বে এবং ব্যাটসম্যানরা যে ডানা মেলতে পারবে সেটা সহজেই বলা চলে। ভারতের উইকেট তিনটি নিয়েছেন স্টোন, লিচ এবং মঈন আলি। দুই ওভার হাত ঘুরিয়েছেন বেন স্টোকস। কিন্তু তিনিও এদিন ব্রডের মত প্রত্যাশা পূরণে ব্যর্থ। দু’ওভারে দিয়েছেন মোট ১৬ রান।

আরও পড়ুন: এলোপাথাড়ি গুলি চলল রোহতকের কলেজে, মৃত ৫

Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...