Saturday, August 23, 2025

শুধু বাংলা কেন দেশজুড়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তা গগনচুম্বী। এবার সোস্যাল মিডিয়াতেও (social media) ‘দিদি’ জনপ্রিয়তার শিখরে। কিন্তু এখানেই থামতে চান না তিনি। আরও আরও মানুষের কাছে নিজেকে পৌঁছে দিতে চান।  তাই ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় (facebook and social media) জনসংযোগ বাড়ানোর পাশাপাশি এবার অ্যাপের দুনিয়াতেও ঝড় তুলেছে ঘাসফুল শিবির। রেকর্ড গড়েছে ‘দিদির দূত’ (Didir Doot app) অ্যাপ। ফেব্রুয়ারির ৪ তারিখে আত্মপ্রকাশ করেছিল এই অ্যাপ।  কিন্তু এরই মধ্যে  তা পৌঁছে গিয়েছে বহু মানুষের মোবাইলে মোবাইলে। ইতিমধ্যে এই অ্যাপ ডাউনলোড করেছেন অনেকে। মাত্র আটদিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছেন এক লক্ষেরও বেশি ব্যবহারকারী। এই অ্যাপটি যে নিজগুণেই জনপ্রিয়তার শিখরে তা বলাই বাহুল্য।

প্লে স্টোরের অন্যান্য অ্যাপগুলোর তুলনায় একেবারেই অনন্য ‘দিদির দূত’। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সহজে যুক্ত হতে পারছেন সাধারণ মানুষ। রাজ্যের প্রতি তাঁর লক্ষ্য এবং উদ্দেশ্য কী, সে সম্পর্কে মানুষকে অবগত করা অন্যতম উদ্দেশ্য এই অ্যাপ্লিকেশনের। গুগল প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ।

‘দিদির দূত’-এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই যুক্ত হতে পারবেন মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিও কনফারেন্সে। এছাড়াও তাঁর বিভিন্ন কর্মকাণ্ড, উদ্যোগ এবং অগ্রগতির ব্যাপারেও সর্বদা থাকা যাবে আপডেট। টাটকা খবর এবং উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন তথ্যের কথাও জানতে পারা যাবে ছবি, ভিডিও এবং ইনফোগ্রাফিক্স- এর মাধ্যমে। ‘নলেজ সেকশন’ বিভাগে গিয়ে ব্যবহারকারীরা জানতে পারবেন রাজ্য সম্পর্কিত মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ব্যাপারেও। অ্যাপটির মাধ্যমে নিজেদের কোনও অভিযোগ বা সমস্যার কথাও সরাসরি জানানো যাবে মুখ্যমন্ত্রীর কাছে।

আরও পড়ুন: নাম নিতে ভয়! ইয়ে ডর হামে আচ্ছা লাগা: অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version