Tuesday, December 16, 2025

বিধানসভা ভোটের (WB assembly vote 2021) মুখে রাজ্য সরকারি কর্মীদের (State Govt Employees) খুশির খবর দিয়েছে নবান্ন।

রাজ্য সরকারি কর্মীদের ৩ শতাংশ হারে মহার্ঘভাতা দেওয়ার ঘোষণার পর এবার আবাসনের (Plot) ব্যবস্থা করছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করেছে। রাজ্য সরকারি কর্মীদের জমির প্লট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার।

সূত্রের খবর, নিউ টাউনের অ্যাকশন এরিয়া-১, এরিয়া-২ ও এরিয়া–৩ মিলিয়ে মোট ৪০০টি প্লট রাজ্য সরকারি কর্মীদের জন্য বরাদ্দ করা হয়েছে। সমবায় ভিত্তিতে এইসব প্লটে বাড়ি বানাতে পারবেন সরকারি কর্মীরা৷

তবে এই প্লট নিম্নপদের কর্মীরা নাও পেতে পারেন৷ মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩টি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে আবেদনকারীদের৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজারহাটে এই প্লটগুলি ৯৯ বছরের লিজে দেওয়া হবে। সমবায় ভিত্তিতে এগুলি তৈরি হবে৷ এই তিনটি ক্যাটেগরি হল:
• HIG
• MIG-1
• MIG-2

◾HIG ক্যাটেগরির আবাসনের ক্ষেত্রে ১,৯৮৭,১৯৬ টাকা দামে ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

◾MIG-1 এবং MIG-2 ক্যাটেগরির আবাসনের ক্ষেত্রে কাঠা প্রতি ১,৬৫৫, ৯৯৭ টাকা দামে যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে অনেক আগেই রাজ্য সরকারি কর্মীদের এই প্লট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকর হয়নি। ভোটের মুখে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করলো। বলা হয়েছে, সরকারি কর্মীরা তাঁদের ক্যাটেগরির ভিত্তিতে কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কো-অপারেটিভে কমপক্ষে ৮ জন সদস্য থাকতে হবে।

আরও পড়ুন:কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রল! হু হু করে বাড়ছে দাম

Related articles

আরজি কর মামলা: অসুস্থতা দেখিয়ে সিবিআই আদালতে অনুপস্থিত আখতার! আগাম জামিন চেয়ে আবেদন হাইকোর্টে

সমন পাঠানো সত্ত্বেও মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন না আখতার আলি। আদালতে তাঁর আইনজীবী জানান, অসুস্থতার কারণে...

বিজেপির ওড়িশায় বাঙালি উদ্বাস্তু উচ্ছেদ! কলকাতায় প্রতিবাদ মিছিল

ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ (MV-26) গ্রামে বাঙালি উদ্বাস্তুদের উপর হামলা ও উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা! ১৯৫৮...

এই জন্যই তৃণমূল বিজেপিকে হারায়: মেসি-ঘটনার সঙ্গে কুম্ভের তুলনা করে বোঝালেন অভিষেক

এক মহাকুম্ভ ঘিরে দুই মৃত্যু মিছিল। বছর ঘুরতে চলল। অথচ আজও তা নিয়ে নীরব ডবল ইঞ্জিন একাধিক সরকার।...

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...
Exit mobile version