Friday, August 22, 2025

ভারত: ৩২৯ এবং ২৮৬ রান
ইংল্যান্ড: ১৩৪ রান (প্রথম ইনিংস)

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) যে ব্যাট হাতেও সাবলীল সোমবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেটাই মনে করালেন তিনি। দলের টপ অর্ডার যখন ব্যর্থ তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগতভাবে তিনি করেছেন ১৪৮ বলে ১০৬ রান। তাঁকে কিছুটা সাহায্য করেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়া ভারতের বহু ব্যাটসম্যান দু’রানে ঘরে রানই তুলতে পারেননি।

প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভারত তুলেছিল ৩২৯ রান। দুর্দান্ত ব্যাট করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৩১ বলে ১৬১ রান করেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ঋষভ পন্থ (৫৮ রান) এবং অজিঙ্কা রাহানে (৬৭ রান)। দ্বিতীয় ইনিংসে এই তিন ক্রিকেটারই কার্যত নিষ্প্রভ। রোহিত শর্মা কিছুটা রান করলেও রাহানে এবং ঋষভ ফিরে গিয়েছেন যথাক্রমে ৮ রান এবং ১০ রান করে।

ঘরোয়া ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষ কবে দুর্দান্ত কোনও ইনিংস খেলেছেন তা বোধহয় মনে করতে পারবেন না অতি বড় ক্রিকেটপ্রেমীও। ১৪৯ বলে ব্যক্তিগত ৬২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন তখন ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান। ক্রিজে তখন একদিক ধরে রেখেছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের যেমন ব্যর্থ, তেমনই রান পায়নি ভারতের লোয়ার মিডল অর্ডারও। ফলে দলের রানের চাকা কার্যত একার হাতে ঘোরালেন দক্ষিণ ভারতের এই তারকা অলরাউন্ডার।

শেষ লগ্নে তাঁকে কিছুটা সাহায্য করেছেন মহম্মদ সিরাজ। ২১ ফলে ১৬ রান করেছেন দলের একাদশতম এই ক্রিকেটার৷ ১৪৮ বলে ১০৬ রানের এক স্মরণীয় ইনিংস খেললেন রবিচন্দ্রন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করতে পেরেছিল মাত্র ১৩৪ রান। তুলনায় দুই ইনিংস মিলিয়ে ভারত এখন চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ইংল্যান্ডের এখন প্রয়োজন ৪৮২ রান। আজকের পর হাতে থাকবে আর দু’দিন।

আরও পড়ুন: সৌরভকে মনে করালেন ঋষভ, সপাটে মারলেন ‘বাপি বাড়ি যা’

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version