Saturday, August 23, 2025

ভারত: ৩২৯ এবং ২৮৬ রান
ইংল্যান্ড: ১৩৪ রান (প্রথম ইনিংস)

রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) যে ব্যাট হাতেও সাবলীল সোমবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে সেটাই মনে করালেন তিনি। দলের টপ অর্ডার যখন ব্যর্থ তখন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যক্তিগতভাবে তিনি করেছেন ১৪৮ বলে ১০৬ রান। তাঁকে কিছুটা সাহায্য করেছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এছাড়া ভারতের বহু ব্যাটসম্যান দু’রানে ঘরে রানই তুলতে পারেননি।

প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ভারত তুলেছিল ৩২৯ রান। দুর্দান্ত ব্যাট করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২৩১ বলে ১৬১ রান করেছিলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ঋষভ পন্থ (৫৮ রান) এবং অজিঙ্কা রাহানে (৬৭ রান)। দ্বিতীয় ইনিংসে এই তিন ক্রিকেটারই কার্যত নিষ্প্রভ। রোহিত শর্মা কিছুটা রান করলেও রাহানে এবং ঋষভ ফিরে গিয়েছেন যথাক্রমে ৮ রান এবং ১০ রান করে।

ঘরোয়া ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিনের রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি শেষ কবে দুর্দান্ত কোনও ইনিংস খেলেছেন তা বোধহয় মনে করতে পারবেন না অতি বড় ক্রিকেটপ্রেমীও। ১৪৯ বলে ব্যক্তিগত ৬২ রান করে সাজঘরে ফিরে গিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন তখন ভারতের স্কোর ৭ উইকেটের বিনিময়ে ২০২ রান। ক্রিজে তখন একদিক ধরে রেখেছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের টপ অর্ডারের যেমন ব্যর্থ, তেমনই রান পায়নি ভারতের লোয়ার মিডল অর্ডারও। ফলে দলের রানের চাকা কার্যত একার হাতে ঘোরালেন দক্ষিণ ভারতের এই তারকা অলরাউন্ডার।

শেষ লগ্নে তাঁকে কিছুটা সাহায্য করেছেন মহম্মদ সিরাজ। ২১ ফলে ১৬ রান করেছেন দলের একাদশতম এই ক্রিকেটার৷ ১৪৮ বলে ১০৬ রানের এক স্মরণীয় ইনিংস খেললেন রবিচন্দ্রন। প্রথম ইনিংসে ইংল্যান্ড করতে পেরেছিল মাত্র ১৩৪ রান। তুলনায় দুই ইনিংস মিলিয়ে ভারত এখন চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ইংল্যান্ডের এখন প্রয়োজন ৪৮২ রান। আজকের পর হাতে থাকবে আর দু’দিন।

আরও পড়ুন: সৌরভকে মনে করালেন ঋষভ, সপাটে মারলেন ‘বাপি বাড়ি যা’

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version