Monday, November 10, 2025

সংসদ ভবনে ধর্ষণ, নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Date:

খোদ সংসদের (parliament) মধ্যেই ধর্ষণের (rape) শিকার হলেন এক তরুণী। নিজেরই সহকর্মীর কাছে। জঘন্য এই ঘটনার তীব্র নিন্দা করে নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ( Australian prime minister) স্কট মরিসন (scot morrison)। গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে এই ভয়ঙ্কর অপরাধের তদন্ত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, কোনও অবস্থাতেই কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ বরদাস্ত করবে না সরকার। সংসদের মধ্যে এমন ঘটনা ঘটায় স্বভাবতই চরম অস্বস্তিতে অষ্ট্রেলিয়ার প্রশাসন।

জানা গিয়েছে, ২০১৯ সালের মার্চ মাসে অষ্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের অফিসে এক সহকর্মী ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি শাসকদল লিবারাল পার্টির সদস্য। ওই বছরের এপ্রিলে পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। কিন্তু নিজের কেরিয়ারের কথা ভেবে এফআইআর করেননি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছিল, অভিযোগ করেও এফআইআর করার বিষয়ে পিছিয়ে যান নির্যাতিতা। পরে নির্যাতিতা জানান, প্রতিরক্ষামন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিককে বিষয়টি জানিয়েছিলেন। ওই দফতরের একটি বৈঠকে যোগ দেওয়ার সময়েই ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রেনল্ডস স্বীকার করেন, গত বছর তিনি অভিযোগের বিষয়ে জানতে পারেন। তবে এফআইআর না করার জন্য নির্যাতিতাকে চাপ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার নির্যাতিতাকে তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মরিসন।

রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের তিনি বলেন, অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। আমি ক্ষমা চাইছি। আমি নিশ্চিত করতে চাই, আমাদের দেশে কর্মক্ষেত্রে কোনও মহিলার অসম্মান বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন:রাজ্যে শিক্ষার পরিবেশ ফেরানোর কথা ভাবছে বিজেপি, ২ টাকার বিনিময়ে বাগদেবীর মূর্তি বিলি

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version