Sunday, November 9, 2025

দিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে

Date:

বিতর্কিত টুলকিট কাণ্ডে সম্প্রতি দিল্লি পুলিশ(Delhi Police) গ্রেফতার করেছে পরিবেশ ও সমাজকর্মী মাত্র ২১ বছর বয়সী দিশা রবিকে(DishaRavi)। এই গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এবার একই সুরে দিশা রবির গ্রেফতারের ঘটনায় মোদি সরকারকে তোপ দাগলো পাকিস্তান(Pakistan)। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের(imran Khan) দল তেহরিক-ই-ইনসাফ(Tehreek i Insaaf) মোদি ও আরএসএসকে তোপ দেগে একটি টুইট করেছে। আর সেই টুইটকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।

পাকিস্তানের শাসক দলের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘সমস্ত বিরোধীদের কণ্ঠরোধ করায় মোদি ও আরএসএসের আমলে ভারতে উদ্দেশ্য। সেই ধারা অব্যাহত রেখে এবার টুলকিট মামলায় দিশা রবিকে গ্রেফতার করা হলো।’ প্রসঙ্গত ভারতের আভ্যন্তরীণ ইস্যু নিয়ে এর আগেও একাধিকবার সরব হতে দেখা গিয়েছে ইমরান খানের দলকে। যদিও প্রতিবারই কড়া বার্তা দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। এবার দিশা রবির গ্রেফতারি নিয়ে পাকিস্তান যেভাবে সরব হলো তাতে দুই দেশের সম্পর্ক ফের একবার উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:আজ নিউ নরমাল সরস্বতী পুজো, পড়ুয়ারা অঞ্জলি দিচ্ছে অনলাইনে

উল্লেখ্য দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পরিবেশ আন্দোলন কারী গ্রেটা থুনবার্গ সেই টুলকিট টুইটারে শেয়ার করতে দেখা যায় দিশাকে। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নথি ছড়িয়ে দিয়েছিলেন দিশা। পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি খলিস্তানি গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে দিশার বিরুদ্ধে। পাশাপাশি আরও দাবি করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে হিংসা ছড়াতে তার আগেরদিন জুম মিটিং এ কথা-বার্তা হয়েছিল দিশা রবি, নিকিতা জ্যাকব, শান্তনু মুলুক সহ একাধিক অভিযুক্তের।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version