ডার্বির উত্তাপ বাগানের বঙ্গ-ব্রিগেডে

১৯ ফেব্রুয়ারি বছরের প্রথম ডার্বি( derby) । আইএসএলে ( isl)প্রথম লেগে এসসি ইস্টবেঙ্গলকে( sc east bengal) ২-০ গোলে হারিয়েছিল হাবাসের( habas) দল। দ্বিতীয় লেগে সেই ধারাই ধরে রাখতে মরিয়া বাগন ব্রিগেড।

শুক্রবার লেগের দ্বিতীয় ডার্বি। লিগ শীর্ষে থেকেই ফাউলারের দলের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। সেই উত্তাপই যেন চোখে পড়ল মঙ্গলবারের অনুশীলনে। ডার্বি নিয়ে এখন দিয়ে পরিকল্পনাও শুরু করে দিলেন অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, শুভাশিস বসুরা।

এদিন অনুশীলন শেষে প্রীতম বলেন, ডার্বিতে নামতে মুখিয়ে। প্রথম লেগে জয় পেয়েছিলাম। তাই বলে দ্বিতীয় লেগেও সহজে জয় পাব এটা ভাবার দরকার নেই। ওদের দলে ব্রাইট যোগ দিয়েছে। আমাদেরও মার্সেলিনহো যোগ দিয়েছেন। তাই শুক্রবারের ডার্বি হাড্ডাহাড্ডি হবে।

আরেক বঙ্গসন্তান অরিন্দম বলেন, ” ডার্বি উত্তাপ সবসময় বেশি। তবে কলকাতাতে ডার্বি না হওয়ায়, এই ম‍্যাচ আর বাকি ম‍্যাচটা ম‍্যাচের মতনই সমান। তবে শুক্রবারের ডার্বিতে আমরা অবশ‍্যই ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে।

আরও পড়ুন:‘বিরাট’ রেকর্ড, ধোনিকে ছুঁলেন কোহলি