Sunday, November 9, 2025

আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

Date:

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) জোটবদ্ধ (Alliance) হয়ে লড়াইয়ের ডাক দিয়ে এবার অনেক আগে থেকেই বোঝাপড়া শুরু করেছে কংগ্রেস (Congress) ও বামেরা (Left front)। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষনেতারা হাত ধরাধরি করে পথে নেমেছেন। দর কষাকষি থাকলেও আসন বন্টন নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকে বসে ঐক্যের বার্তা দিয়েছে দু’পক্ষই। আজ, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে আরও একবার বসতে চলেছে বাম-কংগ্রেস। বলা ভাল সিপিএম-কংগ্রেস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে এই আসন সমঝোতা বৈঠক হবে। জানা গিয়েছে, সেখানে সিপিএম ছাড়া আর কোনও বাম শরিক থাকছে না। বৈঠকে থাকার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের।

আরও জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকিরও (Abbas Siddique)। সূত্রের খবর, গতকাল সোমবার রাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিএম নেতৃত্ব। মঙ্গলবারের বৈঠক নিয়ে আব্বাসের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকায় হয়তো এদিন যোগ দিতে পারবেন না জোট বৈঠকে। তবে আইএসএফের তরফে চেয়ারম্যান তথা আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকি ও দলের সভাপতি শিমূল সোরেন বৈঠকে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা।

আগেও দু’তরফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে আব্বাসের দলের। কং-বাম আগেই জানিয়ে দিয়েছে, মোটামুটি ৪৫ আসন তারা ISF-কে ছাড়তে পারে৷ প্রাথমিকভাবে আব্বাস এই আসনে রাজি থাকলেও জোটের কাছে আব্বাসের দল ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানাতে পারে এদিনের বৈঠকে।

আরও পড়ুন:দিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে

ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৯৩টি আসনের রফা চূড়ান্ত করেছে। ৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা। এরপর আব্বাসের দলের বাড়তি আসনের দাবি কী ভাবে মেটানো হবে তা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। যদিও আসন ভাগ নিয়ে আব্বাসের সঙ্গে জোটে আগ্রহী বাম-কংগ্রেস। তবে না আঁচালে বিশ্বাস নেই। এখনও পুরোটাই আলোচনার টেবিলে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version