Friday, August 29, 2025

আজ আসন সমঝোতা নিয়ে ফের বৈঠক বিমান-অধীরদের, ভার্চুয়ালি থাকবেন আব্বাস

Date:

আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) জোটবদ্ধ (Alliance) হয়ে লড়াইয়ের ডাক দিয়ে এবার অনেক আগে থেকেই বোঝাপড়া শুরু করেছে কংগ্রেস (Congress) ও বামেরা (Left front)। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বামফ্রন্ট ও কংগ্রেসের শীর্ষনেতারা হাত ধরাধরি করে পথে নেমেছেন। দর কষাকষি থাকলেও আসন বন্টন নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠকে বসে ঐক্যের বার্তা দিয়েছে দু’পক্ষই। আজ, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে আরও একবার বসতে চলেছে বাম-কংগ্রেস। বলা ভাল সিপিএম-কংগ্রেস। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আলিমুদ্দিন স্ট্রিটে এই আসন সমঝোতা বৈঠক হবে। জানা গিয়েছে, সেখানে সিপিএম ছাড়া আর কোনও বাম শরিক থাকছে না। বৈঠকে থাকার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যের।

আরও জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)-এর পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকিরও (Abbas Siddique)। সূত্রের খবর, গতকাল সোমবার রাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাদের সঙ্গে বৈঠক করেন সিপিএম নেতৃত্ব। মঙ্গলবারের বৈঠক নিয়ে আব্বাসের দাবি, পূর্ব নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকায় হয়তো এদিন যোগ দিতে পারবেন না জোট বৈঠকে। তবে আইএসএফের তরফে চেয়ারম্যান তথা আব্বাসের ভাই নওশাদ সিদ্দিকি ও দলের সভাপতি শিমূল সোরেন বৈঠকে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন ফুরফুরা শরিফের পীরজাদা।

আগেও দু’তরফের সঙ্গে একাধিকবার বৈঠক হয়ে গিয়েছে আব্বাসের দলের। কং-বাম আগেই জানিয়ে দিয়েছে, মোটামুটি ৪৫ আসন তারা ISF-কে ছাড়তে পারে৷ প্রাথমিকভাবে আব্বাস এই আসনে রাজি থাকলেও জোটের কাছে আব্বাসের দল ৬৫-৭০টি আসন ছাড়ার দাবি জানাতে পারে এদিনের বৈঠকে।

আরও পড়ুন:দিশা রবি গ্রেফতারিতে এবার সরব পাকিস্তান, মোদিকে তোপ ইমরানের দলে

ইতিমধ্যে বামফ্রন্ট ও কংগ্রেস ১৯৩টি আসনের রফা চূড়ান্ত করেছে। ৯২টি আসনে কংগ্রেস ও ১০১টি আসনে লড়াই করবে বামেরা। এরপর আব্বাসের দলের বাড়তি আসনের দাবি কী ভাবে মেটানো হবে তা নিয়েই সমস্যা তৈরি হয়েছে। যদিও আসন ভাগ নিয়ে আব্বাসের সঙ্গে জোটে আগ্রহী বাম-কংগ্রেস। তবে না আঁচালে বিশ্বাস নেই। এখনও পুরোটাই আলোচনার টেবিলে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version