Sunday, November 9, 2025

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন! উত্তেজনা উত্তরদিনাজপুরে

Date:

আসন্ন বিধানসভা নির্বাচন। তাঁর আগেই নৃশংসভাবে খুন করা হল এক সিপিআইএম শাখা সম্পাদককে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর গ্রামে। মৃত ব্যাক্তির নাম রফিক আলম(৫৯) । তিনি উত্তরদিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। জানা গেছে, গতকাল রাতে রফিকের বাড়িতে ফোন করে এক ব্যক্তি। ফোন পেতেই বেড়িয়ে পড়ে রফিক। তারপর আর বাড়ি ফেরেনি রফিক। বদলে উদ্ধার হয় রফিকের মৃতদেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর গতকাল রাতেই অজ্ঞাতপরিচয় কোনও এক ব্যক্তি ফোন করে রফিককে ডেকে পাঠায়। রফিক বেড়িয়ে পড়ার পরই তাঁর ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর সারারাত খোঁজাখুঁজি করা হলেও আর রফিকের কোনও খবর পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা গ্রামের পেট্রোল পাম্পের পিছনে একটি ভুট্টা ক্ষেত থেকে রফিকের রক্তাক্ত দেহ উদ্ধার করে। খবর পেতেই এলাকায় ছুটে আসে স্থানীয় পুলিশ। রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এলাকায় বিশাল পুলিশবাহিনী  মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, রফিক রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য হওয়ার সুবাদে এলাকায় ভালোই নামডাক ছিল তাঁর। এমনকি ভালোমানুষ হিসেবেও তাঁর নাম ছিল। তাই তাঁর মৃত্যুর খবর পেতেই  তাঁকে দেখতে এলাকায় উপস্থিত হন হাজার হাজার মানুষ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করেছেন তাঁরা। অন্যদিকে মৃতার মেয়ে সুরমানি বেগম দাবি, “ যে বাঁ যারা তাঁর বাবাকে নৃশংসভাবে খুন করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” এটিকে খুন বলে দাবি করেছেন স্থানীয় সিপিআইএম (CPIM) নেতৃত্বর।

করণদিঘির বিধায়ক মনোদেব সিং জানিয়েছেন, মৃত ব্যাক্তি কোন দল করতেন তা তাঁর জানা নেই। তবে এই খুনের ঘটনায় কে বা কারা যুক্ত রয়েছেন তা অবিলম্বে খুঁজে বের করার জন্য স্থানীয় পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, আজ সকালেই একটি নিথর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাঁকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। তবে খুনের রহস্য উদঘাটনে তদন্তে নেমেছে জেলার পুলিশ সুপার।

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version