Monday, August 25, 2025

ব-বাংলা, দ-দিদি, ম-মমতা, খ-খেলা হবে, ল-লাভলী! বাগদেবীর সামনে “হাতেখড়ি” মদনের

Date:

এ বছর অভিনব কায়দায় এবং ছড়ার ছন্দে বাগদেবী সরস্বতীর আরাধনা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। একেবারে ছন্দে ছন্দ মিলিয়ে ছড়া বলতে বলতে এদিন নিজে “হাতেখড়ি” দেন মদন মিত্র। সেখানে হাজির বড়দেরকেও “হাতেখড়ি” দেওয়ান তিনি।

তবে এই “হাতেখড়ি” একেবারেই অন্য আঙ্গিকে। কিছুটা মজারও বটে। এদিন মদন মিত্র “হাতেখড়ি”র সময় বেশকিছু অক্ষর ও শব্দ প্রয়োগ করেন। তিনি প্রথমেই বলেন, ব-বাংলা, দ-দিদি, ম-মমতা, খ-খেলা হবে এবং ল- লাভলী। অর্থাৎ, বিধানসভা ভোটের বছরে এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে যে শব্দবন্ধনী গুলি বারবার উঠে এসেছে, সেগুলি তিনি গানের ছন্দে তুলে এনেছেন।

আরও পড়ুন-সচিন-লতা মঙ্গেশকরদের টুইটের পিছনে বিজেপি আইটি সেল, বিস্ফোরক মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিমধ্যে মদন মিত্র প্রতিপক্ষ রাজনৈতিক দল ও তাদের নেতাদের ব্যঙ্গ করে “কুমড়ো-লাভলী” মিম গানটি খুব জনপ্রিয়তা লাভ করেছে। রাজনৈতিক মহলে প্রশংসাও পেয়েছেন প্রাক্তন মন্ত্রী।

এদিন বাগদেবীর আরাধনা করে মদন মিত্র জানিয়েছেন, সদ্য তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে যোগদান করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁদের অবস্থা যে ভয়ানক হবে সে ব্যাপারে তিনি নিশ্চিত। এদিন গানের ছন্দে তৃণমূল নেতা জানিয়েছেন, বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন এবং থাকবেন। বিজেপির অপসংস্কৃতি কখনই বাংলার মানুষের সঙ্গে মেলে না বলেও দাবি করেন তিনি।

Related articles

নির্বাচনী মামলা! পাল্টা হলফনামা দিতে নিজেই হাই কোর্টে অভিষেক

নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল তৃণমূলের ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ তথা তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

পথ দেখায় বাংলা: মমতার পথেই গণেশপুজোয় অনুদান মহারাষ্ট্রের বিজেপি সরকারের!

বাংলা আজ যা ভাবে গোটা ভারত তা ভাবে কাল। এই স্বতঃসিদ্ধ বাক্যটি সম্প্রতি বারবার প্রমাণিত হয়েছে। ফের একবার...

“যেকোনও পুরুষ আমার চেয়ে হেমাকে বেশি পছন্দ করত”, ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে নিয়ে মন্তব্য প্রকাশের

ধর্মেন্দ্র (Dharmendra) এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের (Prakash Kaur) বিয়ে হয় ১৯৫৪ সালে। অভিনেতার বলিউডে অভিষেকের কয়েক...

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...
Exit mobile version