Wednesday, May 14, 2025

পাঞ্জাবে লজ্জার মুখে গেরুয়া শিবির, স্থানীয় নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার

Date:

তবে কি ফিকে হতে শুরু করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) ম্যাজিক? পাঞ্জাবের (Punjab) স্থানীয় নির্বাচনের দিকে চোখ রাখলে সেটাই মনে হবে। কারণ, মিউনিসিপ্যাল কর্পোরেশন (Municipal Corporation Election) নির্বাচনে একচেটিয়া জয়ের পথে কংগ্রেস (Congress)। দুপুর গড়ানোর আগেই সাতটি কর্পোরেশনের মধ্যে ছ’টিতে উড়েছে কংগ্রেসের পতাকা। যার মধ্যে উল্লেখযোগ্য ভাতিন্দা কর্পোরেশন। à§«à§® বছর পর এই প্রথম কংগ্রেসের কোনও নেতা বসতে চলেছেন ভাতিন্দা (Bhathinda) মেয়রের আসনে।

মোগা, হোশিয়ারপুর, কাপুরথালা, আবোহর, পাঠানকোট, বাতালা এবং ভাতিন্দায় বিজেপিকে (BJP) কার্যত খুঁজে পাওয়াই দুষ্কর। যার মধ্যে ভাতিন্দা জয় কংগ্রেসের নিরিখে এক ঐতিহাসিক ঘটনা। এই আসনটিতে বিজেপির দাঁত ফোঁটানোর সম্ভাবনা ছিল। কিন্তু টানা কৃষক আন্দোলনের জেরে অনেকেই মুখ ফিরিয়েছেন কেন্দ্রের দিক থেকে। গেরুয়া শিবির ত্যাগ করেছে তাদের দীর্ঘদিনের সঙ্গী শিরোমণি আকালি দল (SAD)। ভাতিন্দা লোকসভা আসন রয়েছে তাদের দখলে। যদিও কর্পোরেশন ভোটে জয় হাসিল করেছেন রাজ্যের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল। তিনি আবার শিরোমণি দলের প্রধান সুখবির সিং বাদলের আত্মীয়।

পাঞ্জাবে এই হার বিজেপির জন্য অশনিসংকেত বলেই বলে করছেন রাজনৈতিক মহলের অনেকে৷ কারণ বিজেপি সমর্থকদের একটা বড় অংশ শহুরে ভোটাররা। শিরোমণি দলের সঙ্গে জোট বেঁধে দারুণ প্রভাব বিস্তার শুরু করছিল তারা। কৃষক আন্দোলনের প্রভাবে বদলেছে সেই ছবি। কৃষকদের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ যে অনেকেই ভালোভাবে নেননি এই ফলাফল তারই উদাহরণ।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version