Friday, August 22, 2025

সক্রিয় হচ্ছে করোনা, বিধি না মানলে ফের লকডাউনের হুঁশিয়ারি মুম্বই মেয়রের

Date:

দেশের বিভিন্নপ্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস৷ চিন্তা বাড়িয়ে দিচ্ছে মহারাষ্ট্র, গুজরাত ও কেরালা। এর মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি ফের উদ্বেগজনক।

করোনার (Corona) দাপট ফের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার কড়া সতর্কবার্তা জারি করলেন মুম্বইয়ের (Mumbai) মেয়র কিশোরী পেদনেকর। তিনি বলেছেন, নাগরিকরা যদি কোভিড বিধি না মানেন তাহলে ফের বাণিজ্যনগরীতে লকডাউন (Lockdown) করা হবে৷

মুম্বই-মেয়র জানিয়েছেন, স্কুল খোলার কথা ভাবা হচ্ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা এখনই হচ্ছে না৷ পুনর্ভাবনা করা হচ্ছে। ধীরে ধীরে ফের কেসের সংখ্যা বাড়ছে ও এরকম চলতে থাকলে ফের লকডাউন করতে হতে পারে৷ সকলকে মাস্ক পরতে, স্যানিটাইজ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন তিনি। পাশাপাশি উষ্মা প্রকাশ করে পেদনেকর বলেন যে করোনাকালে প্রায় এক বছর হয়ে গিয়েছে। তবুও মানুষজনের হুঁশ নেই। কিছু মানুষের অসতর্কতার জন্য রাজ্য সরকারকে কোনও কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত পয়লা ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন শুরু হওয়ার পরই দৈনিক করোনা-পজিটিভ কেসের সংখ্যা বেড়েছে শহরে। মুম্বই পুরসভা জানিয়েছে, চলতি মাসের ২২ তারিখ রিভিউ বৈঠক আছে। সেখানেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। বিএমসি মনে করছে, হঠাৎ করোনা বৃদ্ধির জন্য লোকাল ট্রেন একটা কারণ। মেয়র মানছেন, কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মহারাষ্ট্রে মঙ্গলবার কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ৩৬৬৩। এর মধ্যে মুম্বইয়ে ৪৬১। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড হয়েছে ২০ লাখের ওপর মানুষের। মৃত্যু হয়েছে ৫১,৫৯১ জনের। এর মধ্যে মুম্বইয়ে মোট পজিটিভ কেসের সংখ্যা ৩১৫০৩০। মৃত্যু হয়েছে ১১, ৪২৫ জনের। দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত মহারাষ্ট্রেই।

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version