Friday, November 7, 2025

সক্রিয় হচ্ছে করোনা, বিধি না মানলে ফের লকডাউনের হুঁশিয়ারি মুম্বই মেয়রের

Date:

দেশের বিভিন্নপ্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস৷ চিন্তা বাড়িয়ে দিচ্ছে মহারাষ্ট্র, গুজরাত ও কেরালা। এর মধ্যে মুম্বইয়ের পরিস্থিতি ফের উদ্বেগজনক।

করোনার (Corona) দাপট ফের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার কড়া সতর্কবার্তা জারি করলেন মুম্বইয়ের (Mumbai) মেয়র কিশোরী পেদনেকর। তিনি বলেছেন, নাগরিকরা যদি কোভিড বিধি না মানেন তাহলে ফের বাণিজ্যনগরীতে লকডাউন (Lockdown) করা হবে৷

মুম্বই-মেয়র জানিয়েছেন, স্কুল খোলার কথা ভাবা হচ্ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা এখনই হচ্ছে না৷ পুনর্ভাবনা করা হচ্ছে। ধীরে ধীরে ফের কেসের সংখ্যা বাড়ছে ও এরকম চলতে থাকলে ফের লকডাউন করতে হতে পারে৷ সকলকে মাস্ক পরতে, স্যানিটাইজ করতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন তিনি। পাশাপাশি উষ্মা প্রকাশ করে পেদনেকর বলেন যে করোনাকালে প্রায় এক বছর হয়ে গিয়েছে। তবুও মানুষজনের হুঁশ নেই। কিছু মানুষের অসতর্কতার জন্য রাজ্য সরকারকে কোনও কড়া সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত পয়লা ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে লোকাল ট্রেন শুরু হওয়ার পরই দৈনিক করোনা-পজিটিভ কেসের সংখ্যা বেড়েছে শহরে। মুম্বই পুরসভা জানিয়েছে, চলতি মাসের ২২ তারিখ রিভিউ বৈঠক আছে। সেখানেই ঠিক করা হবে পরবর্তী পদক্ষেপ। বিএমসি মনে করছে, হঠাৎ করোনা বৃদ্ধির জন্য লোকাল ট্রেন একটা কারণ। মেয়র মানছেন, কেসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
মহারাষ্ট্রে মঙ্গলবার কোভিডে নতুন আক্রান্তের সংখ্যা ৩৬৬৩। এর মধ্যে মুম্বইয়ে ৪৬১। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড হয়েছে ২০ লাখের ওপর মানুষের। মৃত্যু হয়েছে ৫১,৫৯১ জনের। এর মধ্যে মুম্বইয়ে মোট পজিটিভ কেসের সংখ্যা ৩১৫০৩০। মৃত্যু হয়েছে ১১, ৪২৫ জনের। দেশের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত মহারাষ্ট্রেই।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version