Thursday, August 21, 2025

কেমন রয়েছে জম্মু-কাশ্মীর? খোঁজ নিতে উপত্যকায় পৌঁছলেন ইউরোপীয় প্রতিনিধিরা

Date:

৩৭০ ধারা (Article 370) বিলোপের পর বরাবর আলোচনায় উঠে এসেছে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir। ভারত সরকারের পক্ষ থেকে যতই নিজেদের পিঠ চাপড়ানো হোক না কেন, বিতর্ক রয়েছেই। বিরোধীরা একাধিকবার সোচ্চার হয়েছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। বিতর্ক পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরেও। বুধবার উপত্যকার পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের ২০ টি দেশের একটি প্রতিনিধি দল।

অনুচ্ছেদ ৩৭০ বিলোপের পর থেকেই শুরু হয়েছিল কেন্দ্রের সমালোচনা। মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরা তুলেছিলেন তাঁদের ‘গৃহবন্দি’ করে দেওয়ার অভিযোগ। সুযোগ বুঝে পাকিস্তানের (Pakistan) পক্ষ থেকেও করা হয়েছিল ভারত সরকারের সমালোচনা। যদিও নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার যথারীতি অনড় নিজেদের সিদ্ধান্তে। কেন্দ্র দাবি করে চলেছে এই সিদ্ধান্তের পর বদলেছে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি।

কেন্দ্রের আশ্বাসবাণীতে ভেজেনি চিঁড়ে। বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল এসেছে সফরে। কেন্দ্রের দাবির সঙ্গে বাস্তবের মিল কতটা তা মিলিয়ে দেখবেন তাঁরা৷ সেখানকার জেলা উন্নয়ন পর্ষদের নতুন সদস্যদের সঙ্গেও এই প্রতিনিধি দল কথা বলবে বলে মনে করা হচ্ছে৷ সম্প্রতি সেখানে হয়েছে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন। এই বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে৷ যদিও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসার বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছে না কেন্দ্র। দেশের ‘অভ্যন্তরীণ’ ঘটনা বাইরের কেউ দেখুক তা পছন্দ নয় মোদি সরকারের।

আরও পড়ুন: বাঙালির আবেগ ছোঁয়ার চেষ্টায় বৃহস্পতিবার সাগর -নামখানায় অমিত শাহ

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version