গড়ফায় বেআআইনিভাবে চলছিল গ্যাস সিলিন্ডার মজুত। বুধবার সকালে গড়ফা থানা থেকে কিছুটা দূরে হঠাৎই আগুন লেগে যায়। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ২ জন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন-অমিত শাহ খাবেন, তাই নামখানার মেছুয়া বাড়ি এখন সেজে উঠছে নতুন সাজে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়ফা থানার কাছে ওই ঝুপড়িতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করা হত। এই কাজ সেখানে দীর্ঘদিন ধরেই চলছে। সেখান থেকে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হত বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, সকালে রান্না করার সময় আগুন লাগে। প্রাণ বাঁচাতে পাশের খালে ঝাঁপ দেন ঝুপড়ির এক বাসিন্দা। আরও এক বাসিন্দা শৌচাগারের ছাউনি ভেঙে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারাই গ্যাস সিলিন্ডারগুলি বের করে খালের জলে ফেলে দেন।
