ডার্বির প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড

১৯ তারিখ বছরের প্রথম ডার্বি( derby)। তার প্রস্তুতি গত মঙ্গলবার থেকেই শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। লিগে শীর্ষ স্থান ধরে রাখতে মরিয়া হাবাসের দল। তাই লেগের দ্বিতীয় ডার্বিতে জয়কেই পাখির চোখ করছে বাগান শিবির।

শুক্রবারের ডার্বি মহারণে যেন কোন খামতি না থাকে দলে, সেই দিকে নজর বাগানের হ‍্যেডস‍্যারের। বুধবার অনুশীলনে যেন সেই ছবি ধরা পরল। এদিন অনুশীলনে সেট পিসে জোর দেন হাবাস, এরপাশাপাশি আক্রমণ ভাগেও নজর দেন তিনি।

প্রথম লেগে লাল-হলুদের বিরুদ্ধে জয় পেয়েছিল বাগান ব্রিগেড। গোল করেছিলেন রয় কৃষ্ণা এবং মনবীর সিং। তবে দ্বিতীয় লেগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে সর্তক বাগানের কৃষ্ণা। এদিন তিনি বলেন,” ইস্টবেঙ্গল এখন যথেস্ট শক্তিশালী দল। জানুয়ারি মাসে বেশ কিছু ভাল ফুটবলার এসেছে। এখন ইস্টবেঙ্গল অনেক ভাল খেলছে। ওদের রক্ষন এখন অনেক শক্তিশালী। অনেক হওয়া গোল বাঁচিয়েছে। তাই প্রথম লেগের থেকে দ্বিতীয় লেগের ডার্বি সহজ হবে না।”

লেগের প্রথম ডার্বিতে না থাকলেও, লেগের দ্বিতীয় ডার্বি খেলতে মাঠে নামবেন মার্সেলিনহো। এই ম‍্যাচ নিয়ে তিনি বলেন, ” কলকাতার ডার্বি না খেললেও, এই ডার্বি আবেগ আমি জানি। এই ম‍্যাচে খেলতে মুখিয়ে আছি। ডার্বির গুরুত্ব আমি বুঝতে পারছি।”

আরও পড়ুন:আইজলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া সাদা-কালো ব্রিগেড