Friday, November 14, 2025

বেতন নিয়ে ভাবতে হবে না, নিশ্চিন্তে স্কুলে যান: SSC-র ‘যোগ্য’ চাকরিহারাদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Date:

“নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না”- মঙ্গলবার, মেদিনীপুর কলেজিয়েট ময়দানের সভা থেকে ‘যোগ্য’ চাকরিহারাদের ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উস্কানিতে পা না দেওয়ার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সঙ্গে ফর জানান, গ্রুপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের জন্য আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান মমতা।

এদিন সভা মঞ্চ থেকে SSC-র বিক্ষোভের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতায় থাকলে একমিনিটের মধ্যে সমাধান করে দিতাম। তাঁর কথায়, “আমি গতকাল সন্ধে থেকে ১০ বার কমপক্ষে ফোনে কথা বলেছি। কলকাতায় থাকলে এক মিনিটে মিটিয়ে নিতে পারতাম। রাত ১২টা পর্যন্ত কথা বলেছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড, আনটেন্ডেড তালিকা বের করতে হবে! আরে আপনার কী যা আসে! কেন অন্য়দের কথায় পা দিচ্ছেন! ওটা দেখার জন্য রাজ্য সরকার, আদালত আছে। প্রমাণ নেব, আদালত কী বলেছে দেখব।”

এর পরেই আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনার তালিকার তো দরকার নেই! আপনি চাকরি করেন, চাকরিটা আছে কি না, ঠিক মতো বেতন পাচ্ছেন কি না, সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই। আমাদের উপর ছেড়ে দিন।”

এ প্রসঙ্গে বিজেপিশাসিত রাজ্যের প্রসঙ্গে তুলে মমতা বলেন, “মনে রাখবেন, উত্তরপ্রদেশে বিজেপি-র সরকারে ৬৯ হাজার লোকের চাকরি গিয়েছিল। কেউ ফিরে পায়নি। আমি বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই আপনাদের হয়ে কোর্টে গিয়ে লড়াই করেছি। ত্রিপুরায় ১০ হাজার লোকের চাকরি যায়। বিজেপি বলেছিল ফিরিয়ে দেব। সাত বছর হল ফেরায়নি। আমরা কিন্তু তেমন নই”।

আরও খবর: মঙ্গলের সকালেও এসএসসি অফিস ঘেরাও চাকরিহারাদের, বিক্ষোভে শামিল ‘বহিরাগতরা’ও!

গ্রপ সি-গ্রুপ ডি-র (Group C-Group D) চাকরিহারাদের প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আইনজীবীদের সঙ্গে এবিষয়ে পরামর্শ করছে রাজ্য। আইন ও আদালতের নির্দেশ মেনে তাঁদের জন্য উপযুক্ত বন্দোবস্ত করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version