সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে সাক্ষাত করেছিলেন দিলীপ। বাংলার খবর নেওয়ার পর দিলীপকে রবিশঙ্করজী যে পরামর্শ দিয়েছিলেন তাতে ‘হাল ছেড়ো না বন্ধু/ বরং কণ্ঠ ছাড়ো জোরে’ গানটার কথা নিশ্চিতভাবে মনে পড়ে গিয়েছিল। রবি শঙ্করজি বলেছিলেন, ছোড়না নহি, লড়তে রহো। অর্থাৎ বাংলায় বিজেপি নেতারা যেমন আচরণই করুক না কেন, লড়াই যেন চালিয়ে যান দিলীপ ঘোষ।
আরও পড়ুন : মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ
গত শুক্রবার বেঙ্গালুরুর রবি শঙ্করজির আশ্রম ঘুরে দেখেন দিলীপ। সবটা দেখে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি দিলীপের। মুখে স্বীকার না করলেও এটা বাস্তব যে, কিছুটা হতাশাগ্রস্থ হয়ে পড়েছিলেন দিলীপ। ব্যাঙ্গালুরুতে গিয়ে পুরোপুরি চার্জড আপ। দিলীপের (Dilip Ghosh) পরিষ্কার কথা, অপেক্ষায় আছি। পার্টি যা যা কাজ দেবে সেই কাজ করব। রোজই বিভিন্ন ধরণের জন সংযোগ কর্মসূচি থাকছে। তাতেই আপাতত ব্যস্ত রেখেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী যখন কলকাতায় তখনই ব্যাঙ্গালুরুতে দিলীপ ঘোষের এই নতুন বোধোদয়।
–
–
–
–
–
–
–