Tuesday, August 26, 2025

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে অভিনয় করেছেন ঠিকই কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ হয় নি দিব্যার। তাই এবার দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (South Indian Film Industry)ডেবিউ করার সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি। ওটিটি শো ‘মায়াসভা’তে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে। ৭ অগস্ট মুক্তি পেয়েছিল এই সিরিজ।

অভিনেত্রী একপ্রকার অভিমানের সুরেই বলেন, তিনি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাইছেন। আশা করছেন হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন। ইতিমধ্যেই সকলের থেকে যে প্রশংসা তিনি পেয়েছেন তাতে ভীষণভাবে আপ্লুত। যদিও চেনা পরিধির বাইরে গিয়ে তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন তবে যেহেতু দিব্যার চরিত্রটি ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যা হয় নি তাঁর।নতুন অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, সেটে অন্যান্য কলাকুশলীরাও ভীষণভাবে সাহায্য করেছিলেন তাঁকে। সকলে এতটাই আন্তরিক ছিলেন যে একবারও মনে হয়নি যে এটি তাঁর দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ। লেখক এবং নির্মাতারা যেভাবে পাশে ছিলেন তাতে এটি যে একটি সফল সিরিজ হতে চলেছে সেটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলেন অভিনেত্রী। নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে দিব্যা জানান এই ছবিতে তিনি একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন যে মূলত নেতিবাচক ভূমিকায় অভিনয় করলেও তাঁর চরিত্রটি বহুমুখী। খুব কম সিরিজেই এমন চরিত্রে অভিনয় করার সুযোগ যে তিনি পেয়েছেন সেই বিষয়ে সন্দেহ নেই। তবে জানান এর আগে চক অ্যান্ড ডাস্টার (২০১৫) ছবিতে এমন একটি চরিত্রে অভিনয় তিনি করেছেন যার ফলে কিছুটা হলেও সুবিধা হয়েছে চরিত্রটি বুঝতে।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version