Wednesday, August 27, 2025

বঙ্গ সফরে এসে পরপর বেশ কয়েকবার বিভিন্ন পিছিয়ে পড়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। যদিও মাঝেও তাঁর একটি সফরে মধ্যাহ্নভোজের বিষয়টি বাদ ছিল। বৃহস্পতিবার, রাজ্যে এসে ফের সাধারণ মানুষের বাড়িতে পাত পেড়ে খাবেন অমিত। এবারের সফরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ (Lunch) সারবেন তিনি। এর আগে রাজ্য সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সাগর সফরে দরিদ্র মাছ ব্যবসায়ীর পরিবারে দুপুরে খাবেন তিনি। কী থাকছে মেনুতে? মাছ ব্যবসায়ী বাড়ি হলেও নিরামিষাশী অমিত শাহকে নিরামিষ খাবারই দিতে হবে। মেনুতে ভাত-রুটি-ডাল-তরকারি ও শেষ পাতে দই-মিষ্টি। পাড়ায় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিতি সুব্রত বিশ্বাসদের (Subrata Biswas) পরিবার। তবে প্রথম যখন জানতে পারেন তাঁর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে হবে তখন ঘাবড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য রাজি হন।

শাহি ভোজের আয়োজন শুরু হয়ে গেছে নারায়ণপুরের ছোট্ট বাড়িতে। রঙচটা দেওয়ালে নতুন করে রঙের প্রলেপ পড়ছে। দম্পতির চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়েকে নিয়ে সুব্রতর স্ত্রী অর্চনা ঘর পরিষ্কারের করেছেন।

বাছাই করে আনাজ কিনে এনেছেন। সে সব কেটে ধুয়ে রান্নার প্রস্তুতি শুরু হয়েছে সকাল থেকে। এদিন সাগরে গিয়ে কপিলমুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ। তারপরে নামখানায় আসবেন। মত্‍স্যজীবী পরিবারে দুপুরের খাবার সেরে ইন্দিরা মাঠে সভা করবেন তিনি। এরপরে কাকদ্বীপের শ্মশানতলা থেকে নতুন রাস্তা পর্যন্ত র‍্যালি (Rally)।

বিরোধীদের যতই কটাক্ষ থাক মধ্যাহ্নভোজ রাজনীতি থেকে বিজেপি জড়িয়ে আসছে না এদিনের অমিত শাহর সফরসূচি তারই প্রমান।

Related articles

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...

স্কুলের শৌচাগারে অগ্নিদগ্ধ পঞ্চমের ছাত্রী! পাটনায় বিক্ষোভ অভিভাবকদের

স্কুলের শৌচাগারের মধ্যে রহস্যজনকভাবে পুড়ে মৃত্যু (burnt alive) হল পঞ্চম শ্রেণির এক পড়ুয়ার। ঘটনার জেরে স্কুলে বিক্ষোভ ও...
Exit mobile version