Friday, January 30, 2026

তৃণমূলকে তোপ দেগে গঙ্গাসাগরের প্রতিশ্রুতির ঘোড়া ছোটালেন শাহ

Date:

Share post:

পঞ্চম দফায় রাজ্যে পরিবর্তন যাত্রার সূচনা করতে বৃহস্পতিবার গঙ্গাসাগরে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। সেখানেই ইন্দিরা ময়দান থেকে রাজ্যের বিজেপি সরকার গড়ার ডাক দিয়ে প্রতিশ্রুতি ঘোড়া ছোটান তিনি। একইসঙ্গে চেনা ছকে রাজ্যের তৃণমূল সরকারকে(TMC government) তোপ দাগতে দেখা গেল অমিত শাহকে। জানিয়ে দিলেন, এই তৃণমূল সরকার উৎখাত করার সময় এসে গিয়েছে।

এদিন গঙ্গাসাগরে(Gangasagar) উপস্থিত হয় অমিত শাহ বলেন, ‘আজ পরিবর্তন যাত্রার পঞ্চম দফার উদ্বোধন উপলক্ষে আমি এখানে এসেছি। আমাদের এই পরিবর্তনের রথ ২৯৪ টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। রাজ্যের ২৯৪ টি কেন্দ্র থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দেবে। নরেন্দ্র মোদির বার্তা নিয়ে আসা এই যাত্রায় অংশ নেবেন বিজেপির সমস্ত কর্মীরা।’ পাশাপাশি তিনি আরও বলেন আমাদের লক্ষ্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করা নয়। আমাদের উদ্দেশ্য রাজ্যে চলতে থাকা অপশাসনের পরিবর্তন। তুষ্টিকরনের রাজনীতির পরিবর্তন। সরকারি কাজে চলতে থাকা কাটমানি প্রথার পরিবর্তন।’

এরপরই গঙ্গাসাগর এলাকার মৎস্যজীবীদের কাছে টানতে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে যান অমিত শাহ। তিনি বলেন, ‘রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় এলে ৪ লক্ষ মৎস্যজীবীকে কৃষক সম্মান নিধির মতো ৬০০০ টাকা করে দেওয়া হবে। এখানকার মৎস্যজীবী মানুষদের জন্য আন্তর্জাতিক মানের সি ফুড প্রসেসিং তৈরি করবে বিজেপি সরকার।’ পাশাপাশি বিজেপি সরকারের আমলে সপ্তম পে কমিশন এবং স্কুলশিক্ষকদের নিয়োগ ও বেতন সংক্রান্ত যে সমস্যা চলছে তা সমাধানে বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:‘পরিবর্তন যাত্রা’র সূচনা আগে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো অমিত শাহের

পাশাপাশি তৃণমূলকে তোপ দেগে অমিত শাহ আরো বলেন, ‘এ রাজ্যে আমাদের ১৩০ জন কর্মী শহিদ হয়েছেন। এই শহিদদের বলিদান কোনওভাবেই ব্যর্থ হবে না। বাংলায় পদ্মফুল ফুটবেই।’ পাশাপাশি তিনি আরো জানান, ‘তৃণমূলের দুর্নীতিগ্রস্থরা যেখানেই লুকিয়ে যাক না কেন, রাজ্যে বিজেপি সরকার গড়ার পর দুর্নীতিগ্রস্তদের টেনে বের করে জেলে পাঠাবে।’ এছাড়াও পশ্চিমবঙ্গের নির্বাচনে রিগিং প্রসঙ্গেও মুখ হতে দেখা যায় অমিত শাহকে। তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি রাস্তায় তৃণমূলের গুন্ডা থাকবে না।’

Advt

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...