Thursday, August 21, 2025

রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হল।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর বাঁ পায়ে এবং হাতে গুরুতর আঘাত রয়েছে। ট্রমা কেয়ারে আপাতত তাঁকে রাখা হয়েছে।
তাকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় । তার জেরে গুরুতর জখম হন মন্ত্রী-সহ কয়েক জন।বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা ষ্টেশন চত্বরে জাকিরের উপর এই হামলা চালানো হয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাঁকে মুর্শিদাবাদ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা আসার কথা ছিল মন্ত্রীর। সেই জন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে পৌঁছান তিনি। কনভয় ছেড়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। আহত হয়েছেন তাঁর কয়েকজন অনুগামীও। ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা তৃণমূল সভাপতি আবু তাহের । তিনি বলেন, ‘দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এই আশা করি’। ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবি করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version