অস্ট্রেলিয়ান ওপেন( Australian open) থেকে ছিটকে গেলেন রাফায়েল নাদাল( rafael nadal) । এদিন তিনি হেরে গেলেন গ্রিসের স্টেফানোস চিচিপাসের কাছে। ম্যাচের ফলাফল ৩-৬, ২-৬, ৭-৬, ৬-৪, ৭-৫।

প্রথম দুই সেট সহজেই জিতে নিয়েছিলেন রাফা।কিন্তু পরের তিন সেটে লড়াই করেন চিচিপাস। শেষ পর্যন্ত স্প্যানীয় তারকাকে হারিয়ে দেন তিনি। তাঁর এই লড়াইকে ‘মহাকাব্যিক’ বলছেন ধারাভাষ্যকাররা।
ম্যাচ হেরে এদিন হতাশ মুখে কোর্ট ছেড়ে বেরিয়ে যান নাদাল। এই হারের ফলে রজার ফেডেরারকে টপকানো হল না তাঁর। এদিকে ম্যাচ জিতে উচ্ছসিত চিচিপাস। এদিন তিনি বলেন,” আমি বাক্যহীন। কোর্টে যা ঘটে গেল তা বর্ণনা করার ভাষা আমার নেই। অবিশ্বাস্য অনুভূতি। এ ধরনের খেলায় এ ভাবে প্রত্যাবর্তন ঘটাব ভাবতে পারিনি।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
