Wednesday, August 27, 2025

উপত্যকায় জঙ্গি হামলায় শহিদ ২ পুলিশ কর্মী, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

Date:

জঙ্গি হামলার জেরে ফের একবার রক্তাক্ত হয়ে উঠল ভূস্বর্গ। শুক্রবার শ্রীনগরের(Srinagar) বারাজুল্লা এলাকায় পুলিশ(Police) বাহিনীকে লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় গুরুতর আহত হন পুলিশকর্মী। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাদের। ইতিমধ্যেই জঙ্গিদের(terrorist) খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি নৃশংস এই জঙ্গি হামলার সিসিটিভি ভিডিও ফুটেজ এদিন প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে কীভাবে বেপরোয়া এক জঙ্গি প্রকাশ্য রাস্তায় গুলি চালাচ্ছে।

আরও পড়ুন:কয়েক লক্ষ টাকার কোকেন সহ পুলিশের হাতে গ্রেফতার বিজেপির যুব নেত্রী

প্রকাশ্যে আশা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জমজমাট বাজারের মধ্যে গায়ে আলখাল্লা চাপিয়ে একটি দোকানের সামনে এসে দাঁড়ায় এক যুবক। দোকানে তখন চা খাচ্ছিলেন এক পুলিশ কর্মী। কিছু বুঝে ওঠার আগেই আলখাল্লার ভেতর থেকে একে ৪৭ রাইফেল বের করে পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সে। মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায় পুলিশকর্মীকে। হঠাৎ এই ঘটনায় হকচকিয়ে যায় উপস্থিত জনতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলাকাছাড়া হয় জঙ্গি। পার্শ্ববর্তী এক দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনার ভিডিও। আর ওই সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই খোঁজ’ শুরু হয়েছে জঙ্গির। প্রত্যক্ষদর্শীদের দাবি সিসিটিভি ফুটেজ এ একজনকে দেখা গেলেও আদতে ২ জন জঙ্গি ছিল। এবং হত্যা করা হয় দুজন পুলিশকর্মীকে। ইতিমধ্যে গোটা এলাকার দখল নিয়েছে সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে অভিযান। এই নিয়ে গত তিনদিনে উপত্যকায় দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটলো।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version