Sunday, August 24, 2025

টানা আট মাস পর অবশেষে সত্যিটা স্বীকার করতে বাধ্য হল চিন (china)। এতদিনের ঘোষিত অবস্থানের সম্পূর্ণ উল্টো মেরুতে দাঁড়িয়ে স্বীকার করল পূর্ব লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির কয়েকজন সেনা ও আধিকারিক নিহত হয়েছিলেন। অথচ এতদিন ধরে বেজিং দাবি করছিল গালওয়ানে (galwan) তাদের নাকি কোনও ক্ষয়ক্ষতিই হয়নি!

২০২০ সালের জুন মাসে লাদাখের (ladakh) গালওয়ানে চিনের সঙ্গে ভারতের সেনাদের রুদ্ধশ্বাস সংঘাতে চিনেরও বেশ কয়েকজন সেনা নিহত হন বলে ভারতের (india) তরফে শুরু থেকেই দাবি করা হচ্ছিল। যদিও তা নিয়ে কার্যত মুখই খুলতে চায়নি চিন। বরং চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র তা বারবার অস্বীকার করেছিলেন। তবে এবার কিছুটা বাধ্য হয়েই মাথা নত করল চিন। গত বছর জুনে গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (LAC) ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে পাঁচ চিনা সেনা ও অফিসার নিহত হয়েছেন বলে শুক্রবার চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) প্রথমবারের মত স্বীকার করল। একইসঙ্গে জানিয়ে দিল গালওয়ান সংঘাতে নিহত লালফৌজ জওয়ানদের নাম।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরের সোপিয়ানে জওয়ানদের গুলিতে নিকেশ ৩ জঙ্গি

চিনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সূত্রে খবর, কারাকোরাম পর্বতমালায় মোতায়েন সামরিক বাহিনীর আধিকারিক সহ একাধিক জওয়ানের মৃত্যুর খবর স্বীকার করেছে চিনের ‘সেন্ট্রাল মিলিটারি কমিশন’। এর আগে মৃত সেনাদের নাম প্রকাশ না করায় নিজেদের দেশেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শি জিনপিং প্রশাসনকে। তাই চাপের মুখেই এই পদক্ষেপ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, ভারত-চিন সীমান্তে চার দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় গালওয়ান উপত্যকায়। ওই সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এই মাসেই রাশিয়ার সংবাদসংস্থা তাস জানিয়েছিল, গালওয়ান সংঘর্ষে প্রায় ৪৫ জন চিনা সেনা নিহত হন। এরপরেই তড়িঘড়ি নাম প্রকাশ করে বেজিং জানাল, নিহতের সংখ্যা আসলে পাঁচ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version