Sunday, August 24, 2025

দীর্ঘ আলোচনার পর লাদাখ সীমান্তে ফিরতে চলেছে শান্তি। প্রায় আটমাস পর প্যাংগং লেকের দু’ধার থেকেই সরে গেল চিনের সব সেনা। ভারতের পক্ষ থেকেও অবশ্য সেনা প্রত্যাহার করা হয়েছে। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। জানুয়ারির শেষের দিকেও প্যাংগং লেকের উত্তরভাগে লালফৌজের মিলিটারি ক্যাম্প দেখা যাচ্ছিল। কিন্তু এখন তা আর দেখা যাচ্ছে না। লেকের দুই ধারই ফাঁকা। ফলে ভারত ও চীনের মোতায়েন থাকা সেনাবাহিনী, ট্যাঙ্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে।

দুই দেশের মধ্যে সামরিক স্তরে উচ্চ পর্যায়ের বৈঠকের পর চলতি মাসের শুরু থেকেই লেকের দুধার থেকে সেনা সরানোর কাজ শুরু হয়। সরিয়ে নিয়ে যাওয়া হয় সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক, অস্ত্রশস্ত্রও। পাশাপাশি প্যাংগংয়ে যে সব অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছিল, তাও সরিয়ে ফেলা হয়েছে।

কিন্তু প্যাংগং থেকে সেনা প্রত্যাহার হলেও এখনও ডেপস্যাং, হট স্প্রিং ও গোর্গা অঞ্চলগুলিতে সেনা মোতায়েন রয়েছে। সেই বিষয়ে শনিবার দু’দেশের মধ্যে সামরিকস্তরের বৈঠকে হবে।

প্রসঙ্গত , গতবছর পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে ঘিরে ভারত-চিন বিরোধ শুরু হয়েছিল । জুন মাস নাগাদ তা ভয়াবহ আকার ধারণ করে। গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার মধ্যে সংঘর্ষ, হাতাহাতি হয়। তাতে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। মারা য্য় চিনের সেনারাও। গত চার দশকে ভারত-চিন সীমান্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়।
এরই পাশাপাশি পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে চিনের পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। সেটি প্রথমদিকে স্বীকার করেনি সে দেশের সেনা আধিকারিকরা। কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে নিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ।

Related articles

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...

রবির দুপুরে ব্যাহত এয়ারটেল পরিষেবা, বিপাকে গ্রাহকরা

ছুটির দুপুরে সমস্যায় পড়লেন এয়ারটেল (Airtel Telecom) টেলিকম গ্রাহকরা। বেশ কয়েক ঘণ্টার জন্য দেশজুড়ে ব্যাহত হল পরিষেবা। বন্ধ...

মোদির মঞ্চ আলো করে দলবদলুরা! বিজেপিকে কেন ভোট দেবে মানুষ: দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন, ভালো করে দেখবেন সবকটা দলবদলু। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায়, অর্জুন সিং (Arjun...

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...
Exit mobile version