Sunday, November 9, 2025

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

Date:

গতবছর করোনাভাইরাসের(coronavirus) ওষুধ হিসেবে রামদেব(Ramdev) বাবার করোনিল(Coronil) সারাদেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেশন স্কিম অনুসারে এই করোনিলকেই অনুমোদন দিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক(Central Ayush ministry)। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন(Harshvardhan) ও নীতীন গড়করি(Nitin Gadkari) উপস্থিতিতে করোনার ওষুধ করোনিলের উদ্বোধন করলেন রামদেব বাবা।

শেষ পর্যন্ত করোনা প্রতিষেধক হিসাবে ছাড়পত্র পেল বাবা রামদেবের সংস্থার ওষুধ করোনিল। আয়ুশ মন্ত্রক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্টিফিকেশন স্কিম অনুসারে এই অনুমোদন দিয়েছে। অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে করোনিল প্রমাণের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শুক্রবার এই দাবি করেছে পতঞ্জলি। পতঞ্জলি আবিষ্কৃত এই নতুন ওষুধ করোনা সারিয়ে তুলতে সক্ষম বলেই দাবি রামদেবের সংস্থার। এদিন পতঞ্জলি তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, করোনিল ড্রাগটি CoPP-WHO GMP সার্টিফাইড। একেবারে আয়ুর্বেদ পদ্ধতিতে গবেষণা করেই প্রস্তুত করা হয়েছে ওষুধটি। রামদেবের দাবি সম্পূর্ণ প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে সাধ্যের মধ্যেই এবার চিকিৎসা পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি আয়ুষ মন্ত্রকের অনুমোদনের পর বিদেশে রপ্তানী করতে কোনো বাধা থাকবে না এই ওষুধের। আয়ুষ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা চিকিৎসায় সহায়ক ঔষধ হিসেবে করোনিল ট্যাবলেটকে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:উপত্যকায় জঙ্গি হামলায় শহিদ ২ পুলিশ কর্মী, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

উল্লেখ্য, গত বছরের ঠিক মাঝামাঝি সময় গোটা দেশে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ এবং ভ্যাকসিনের অপেক্ষায় দিন গুনছেন সাধারন মানুষ তখনই আবির্ভূত হয়েছিলেন বাবা রামদেব। করোনিল নামের এক ট্যাবলেট উদ্বোধন করে পতঞ্জলি তরফে দাবি করা হয় মাত্র ৭ দিনে করোনা সেরে যাবে এই ওষুধ খেলে। বাজারজাতও করে দেওয়া হয় ওষুধটি। এরপরই শুরু হয় বিতর্ক। নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। উত্তরাখণ্ডের আয়ুর্বেদ বিভাগ জানিয়ে দেয়, করোনা চিকিৎসায় ওষুধ ব্যবহারের কোনও লাইসেন্সই পতঞ্জলি নেয়নি। শুধু জ্বর এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বর্ধক ওষুধ তৈরির অনুমতি চেয়েছিল রামদেবের সংস্থা। এই ওষুধের বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দেয় সরকার। বাধ্য হয়ে পিছিয়ে আসে পতঞ্জলিও। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয় করোনা রুখতে কোনও ওষুধ তাঁরা আবিষ্কার করেনি। সেই ঘটনাকে পিছনে ফেলে এবার দেশে ভ্যাকসিন আবিষ্কারের পর করোনার ওষুধ হাতে ফের ফ্রন্টফুটে পতঞ্জলি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version