Wednesday, December 17, 2025

প্রদীপের নীচে অন্ধকারের সেরা উদাহরণ গুজরাত, বিজেপিকে কটাক্ষ ব্রাত্যর

Date:

ফের বিজেপিকে (BJP) একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আজ, শুক্রবার তৃণমূল (TMC) ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে এনে কড়া সমালোচনা করেন। আজ তাঁর বক্তব্যে বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষক, পরিযায়ী শ্রমিক নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কড়া সুর উঠে আসে।

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “বেটি বাঁচাও, বেটি পড়াও বিজ্ঞাপনে খরচ ৪০০ কোটি টাকা। আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে সরাসরি সুবিধা পাচ্ছেন আমাদের রাজ্যের মা-বোনেরা। স্বাস্থ্যসাথী কার্ড হয় বাংলার বয়োজ্যেষ্ঠ মহিলার নামে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নারী সুরক্ষা ও নারী সম্মানের বিষয়টি স্পষ্ট।”

রাজ্যের স্বাস্থ্যসাথীর প্রকল্পের উদাহরণ টেনে কেন্দ্রের আয়ুষ্মান ভারতকে কার্যত ভাওতা বলে দাবি করেন মন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, “আয়ুষ্মান ভারতের থেকে ২ বছর আগে চালু স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারত প্রকল্পে ৪০ শতাংশ টাকা দিতে হয় রাজ্যকে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১০০ শতাংশ টাকা দেয় রাজ্য।”

পাশাপাশি তিনি বলেন, “কৃষকদের নিয়ে কথা বলছেন, ঠ্যাঙাড়ে বাহিনী এনেছেন আন্দোলন ভাঙতে। বাংলার কৃষকবন্ধু প্রকল্পে সবাই সাহায্য পায়। মুখে কেন্দ্র বলে, গো-রক্ষার কথা, আসলে ভালবাসে না কৃষকদের। যারা দিল্লি, হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা না করে, তারা এ রাজ্যের কৃষকদের নিয়ে কথা বলছে। এটাই প্রহসন”।

এরপরই বিজেপি শাসিত গুজরাতের উদাহরণ টেনে এনে কটাক্ষের সুরে ব্রাত্য বসু বলেন, “গুজরাত মূল বাজেটের ২ শতাংশ মাত্র বরাদ্দ করে শিক্ষাখাতে। গুজরাতে অনেক শিক্ষক পেনশন পান না। সেখান থেকে লোক এসে বাংলার শিক্ষকদের নিয়ে কথা বলছেন। প্রদীপের নীচে অন্ধকারের সেরা উদাহরণ গুজরাত।”

সবশেষে ‘জুয়াড়ি ধনতন্ত্র’-র প্রসঙ্গ টেনে ক্রিকেট নিয়ে দেশজুড়ে বিজেপি রাজনীতি করছে বলেও দাবি করেন ব্রাত্য বসু।

আরও পড়ুন- স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের উপস্থিতিতে ফের করোনার ওষুধ উদ্বোধন বাবা রামদেবের

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version