Wednesday, August 27, 2025

বিদায়ের পথে কোভিড? শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা

Date:

কোভিড বিদায়ের পথে কি না তার কোনও সদুত্তর মেলেনি এখনও পর্যন্ত। তবে রাজ্যে কোভিড আসার পর সবচেয়ে উদ্বেগ ছিল কলকাতাকে নিয়েই। শেষ ২৪ ঘণ্টায় একজনেরও প্রাণ কাড়েনি করোনা। করোনা টিকাকরণের পর সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে রাজ্যের কোভিড সংক্রমণও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্যদফরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত ১৯৪ জন। যার মধ্যে শুধু কলকাতায় সংক্রমিত ৬৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৬৫ জন। উত্তরবঙ্গ-সহ অন্যান্য জেলায় অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড-১৯। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭৩ হাজার ৩৮৭ জন। তবে প্রতিদিনই কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩,৬২৫ জন।

আরও পড়ুন-ওপারের স্লোগানে উত্তাল এপার, কণাদ দাশগুপ্তর কলম

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে তিনজনের। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান একজন করে করোনার বলি হয়েছেন। রাজ্যে মোট মৃত ১০,২৪২ জন। তবে এরই মধ্যে আশা জাগাচ্ছেন কোভিড জয়ীরা। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ৫ লক্ষ ৫৯ হাজার ৫২০ জন করোনামুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে একদিনে কোভিডজয়ী ২৩৮জন। বঙ্গে স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টাতে করোনা টেস্ট হয়েছে ২০ হাজার ৫২৮টি। রাজ্যে এখনও পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮৩ লক্ষ ৮৮ হাজার ৮৫৪টি।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version