ঘোষণা করা হল ইংল‍্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ দল, দলে এলেন সূর্যকুমার যাদব

শনিবার ইংল‍্যান্ডের ( england) বিরুদ্ধে ঘোষণা করা হল ভারতের টি-২০ দল( india t-20 )। দলে অবশেষে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব( suriya kumar yadav)। ২০২০ আইপিএলে( 2020 ipl) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত প‍্যারফমেন্স করেন সূর্য। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সেই কারণেই ভারতীয় দলের দরজা খুলে গেল সূর্যকুমারের কাছে।

একনজরে দেখে নেওয়া যাক ভারতের টি-২০ দল, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, অক্সর প্যাটেল, রাহুল তেওয়াটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।

আরও পড়ুন:রবিবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামছে বাংলা, প্রথম ম‍্যাচে অনুষ্টুপদের মুখোমুখি সার্ভিসেস

Advt