Monday, August 25, 2025

কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারির ব্রিগেডে আব্বাস সিদ্দিকিকে (Abbas Siddiqui) আমন্ত্রণ জানাচ্ছে বামেরা৷

বৈদ্যবাটীতে বাম, কংগ্রেস এবং আব্বাসের দলের ত্রিপাক্ষিক বৈঠক শেষে শনিবার এমনই ইঙ্গিত দিয়েছেন সিপিএম (CPIM) নেতা মহম্মদ সেলিম (Md salim)। এই বৈঠকে কংগ্রেসের তরফে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং প্রদীপ ভট্টাচার্য, ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের
চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি৷ এবং বামেদের তরফে ছিলেন মহম্মদ সেলিম। আইএসএফের (Indian Secular Front) চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকি বলেছেন, “দক্ষিণবঙ্গের কয়েকটি বাদ দিয়ে বাকি আসন নিয়ে বাম-কংগ্রেসের (Left Congress Alliance) সঙ্গে রফা সম্পূর্ণ৷ আশা করছি আমরা একটি দুর্নীতি মুক্ত বাংলা গড়তে পারব।” জোট নিয়ে এদিন ইতিবাচক সুরে মহম্মদ সেলিম বলেছেন, “বাম- কংগ্রেস জোটের সঙ্গে এই প্রথম ISF সমঝোতায় এল। ২৯৪টি আসনের জন্য জেলাভিত্তিক আলোচনা করেছি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ আসন নিয়েই বোঝাপড়া হয়েছে। কয়েকটি বাকি রয়েছে৷ আগামীদিনে তিন দলের শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হবে।”
এদিকে জানা গিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র এলাকার কারবালা পিঙ্ক স্কোয়ারে যে জনসভা করবেন ‘মিম’ (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি, সেখানে ডাক পাননি আব্বাস সিদ্দিকি৷ রাজ্যে এসে ফুরফুরা গিয়ে আব্বাসের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন ওয়েইসি। বলেছিলেন, আব্বাসকে সামনে রেখেই ভোটে যাবে ‘মিম’৷ রাজনৈতিক মহলের ধারনা, ‘মিম’-এর সঙ্গে বৈঠকের পর আব্বাস যেভাবে বাম-কংগ্রেসের সঙ্গে জোটের আলোচনা শুরু করেছে, তা ভালোভাবে নেননি ওয়েইসি৷ আব্বাসের
এই ‘দ্বিচারী’ মনোভাবের কারনেই আব্বাসের সঙ্গে মিম দূরত্ব বাড়াচ্ছে৷

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version