Friday, November 14, 2025

রাজাবাজার রুটের ট্রামে ক্যাশলেস ব্যবস্থা চালু করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। এবার থেকে নগদ টাকার বদলে যাত্রীদের ডব্লুবিটিসি কিউআর কোড কার্ড দেওয়া হবে। পরিবহন দফতর থেকে জানান হয়েছে, আগামী মার্চ মাস থেকে কলকাতার সমস্ত ট্রাম রুটেই ক্যাশলেস ব্যবস্থা চালু করা হবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর এবং ফোন পে(Phone Pay)র সম্মেলিত উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে যাত্রীদের নিরাপদ অর্থপ্রদানের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণা করেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থাটির সম্মেলিত প্রচেষ্ঠায় ক্যাশলেস ব্যবস্থা চালু রাখতে সফল হবে তিলোত্তমার ট্রাম পরিষেবা বলে আশা করা হচ্ছে। ডব্লুবিটিসি(WBTC) –র ব্যবস্থাপনা পরিচালক এমডি, এম এন রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, ‘‌আমরা ট্রামকে পরিবহণের পছন্দসই পদ্ধতিতে পরিণত করার জন্য অনেক উদ্যোগ নিয়েছি।  রঙিন কোডেড রুট, এসি ট্রামে ফ্রি ওয়াইফাই এবং নগদহীন টিকিট ব্যবস্থা সক্ষম করতে ফোন পে–র সঙ্গে এই উদ্যোগ।

অনেক আগেই মেট্রোর ধাঁচে রাজ্য পরিবহণ নিগম স্মার্ট কার্ড চালু করে। যা সরকারি বাস, ট্রাম এবং ফেরিতে ব্যবহার করা যায়। প্রতি ১০০ টাকার গুণিতকে প্রতি বার রিচার্জ করালে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য টিকিট বোনাস হিসেবে যুক্ত হয়। করোনা পরিস্থিতির সময় সেই কার্ড রিচার্জের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করআর বদলে ই-রিচার্জ বাঁ অনলাইন রিচার্জের সুবিধা করে দেওয়া হয়েছিল। এবার সেই ভিত্তিতেই নতুন করে ফোন পে(Phone Pay)-র দ্বারা নতুন করে ক্যাশলেস ব্যবস্থা চালু করা হল।

পরিবহণ নিগমের স্মার্ট কার্ড রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (RFID)-এর সুবিধাযুক্ত। প্রত্যেক কার্ডের নির্দিষ্ট নম্বর রয়েছে। যে সব যাত্রীদের কার্ডের নম্বর বুঝতে অসুবিধা হয়, তাঁদের কন্ডাক্টরের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকেরা।

 

Related articles

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড়...

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল...

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...
Exit mobile version