Tuesday, December 16, 2025

রাজাবাজার রুটের ট্রামে ক্যাশলেস ব্যবস্থা চালু করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। এবার থেকে নগদ টাকার বদলে যাত্রীদের ডব্লুবিটিসি কিউআর কোড কার্ড দেওয়া হবে। পরিবহন দফতর থেকে জানান হয়েছে, আগামী মার্চ মাস থেকে কলকাতার সমস্ত ট্রাম রুটেই ক্যাশলেস ব্যবস্থা চালু করা হবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর এবং ফোন পে(Phone Pay)র সম্মেলিত উদ্যোগে কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে যাত্রীদের নিরাপদ অর্থপ্রদানের বিকল্প ব্যবস্থার কথা ঘোষণা করেছে। ভারতের ডিজিটাল পেমেন্ট সংস্থাটির সম্মেলিত প্রচেষ্ঠায় ক্যাশলেস ব্যবস্থা চালু রাখতে সফল হবে তিলোত্তমার ট্রাম পরিষেবা বলে আশা করা হচ্ছে। ডব্লুবিটিসি(WBTC) –র ব্যবস্থাপনা পরিচালক এমডি, এম এন রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, ‘‌আমরা ট্রামকে পরিবহণের পছন্দসই পদ্ধতিতে পরিণত করার জন্য অনেক উদ্যোগ নিয়েছি।  রঙিন কোডেড রুট, এসি ট্রামে ফ্রি ওয়াইফাই এবং নগদহীন টিকিট ব্যবস্থা সক্ষম করতে ফোন পে–র সঙ্গে এই উদ্যোগ।

অনেক আগেই মেট্রোর ধাঁচে রাজ্য পরিবহণ নিগম স্মার্ট কার্ড চালু করে। যা সরকারি বাস, ট্রাম এবং ফেরিতে ব্যবহার করা যায়। প্রতি ১০০ টাকার গুণিতকে প্রতি বার রিচার্জ করালে ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত মূল্য টিকিট বোনাস হিসেবে যুক্ত হয়। করোনা পরিস্থিতির সময় সেই কার্ড রিচার্জের জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করআর বদলে ই-রিচার্জ বাঁ অনলাইন রিচার্জের সুবিধা করে দেওয়া হয়েছিল। এবার সেই ভিত্তিতেই নতুন করে ফোন পে(Phone Pay)-র দ্বারা নতুন করে ক্যাশলেস ব্যবস্থা চালু করা হল।

পরিবহণ নিগমের স্মার্ট কার্ড রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস (RFID)-এর সুবিধাযুক্ত। প্রত্যেক কার্ডের নির্দিষ্ট নম্বর রয়েছে। যে সব যাত্রীদের কার্ডের নম্বর বুঝতে অসুবিধা হয়, তাঁদের কন্ডাক্টরের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকেরা।

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version