Thursday, August 28, 2025

মাঝে একটা কাঁটাতার… কিন্তু রক্তের রং লাল, ভাষাও এক। গণ্ডি পেরোলেই ওপার বাংলা। কিন্তু ‘প্রতিবাদ’ কোনও ভাষা হয়না। তা দেশ, কাল,পাত্রের গণ্ডিকেও ছাঁপিয়ে যায়। ‘ভাষা দিবস’-এর প্রাক্কালেও এর অন্যথা হল না। বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সময় ভারত তথা গোটা বাংলা যেভাবে প্রতিবাদে মুখর হয়েছিল, ঠিক একইভাবে মইদুলের মৃত্যুর প্রতিবাদে সরব হতে দেখা গেল বাংলাদেশের যুবসমাজকে। ওপার বাংলার আবেগ, তাঁদের প্রতিবাদী কন্ঠ আবারও এক করে দিল দুই বাংলাকে।

শাহবাগে স্লোগান উঠল, ‘‌হাল ফেরাও, লাল ফেরাও।’‌ বাংলার ছাত্র–যুবদের আন্দোলনে এবার পাশে এসে দাঁড়াল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।  ঠিক এমন চিত্র দেখা গিয়েছিল শাহবাগ আন্দোলনের সময়। ভারত তথা গোটা বাংলার প্রতিবাদ এতটাই তীব্র ছিল যে তা যুবসমাজকে ব্যাপকভাবে নাড়া দিয়েছিল। উত্তাল হয়েছিল গোটা ভারতবর্ষ। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছিল মানুষ। এবার তা আরও একবার প্রতিফলিত হল মইদুলের মৃত্যুকে ঘিরে।

গত ১১ই ফেব্রুয়ারি এসএফআই তাঁদের কিছু দাবি নিয়ে নবান্ন অভিযান করেন। সেখানেই পুলিশের লাঠিচার্জে জখম হন মইদুল। এরপর হাসপাতালে নিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি মইদুল। তাঁরই মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ ও আন্দলনের ডাক দেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ঢাকা মহানগর সংসদ। এরপর ১৯শে ফেব্রুয়ারি এই মিছিলে অংশ নেন তাঁরা। ভাষা দিবসের প্রাক্কালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাঁদের সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের ছবি পোস্ট করে, যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

 

 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version