Sunday, May 4, 2025

নির্বাচনের প্রাক্কালে রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের(Central project) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেই ধারা অব্যাহত রেখে সোমবার ফের রাজ্যে আসছেন তিনি। আগামীকাল প্রধানমন্ত্রীর(Prime Minister) এই সফরকে কেন্দ্র করে উত্তেজনা চরমে রয়েছে। তার আগেই রবিবার একটি টুইট করলেন নরেন্দ্র মোদি। একেবারে খাঁটি বাংলায় লেখা এই টুইট, যেখানে তুলে ধরা হলো সোমবার রাজ্যে কোন কোন প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন তিনি।

রবিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, দেশের প্রগতিতে যাঁদের বিশেষ অবদান রয়েছে। সেই সব অসামান্য ব্যক্তিত্বরা বাংলার পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আগামীদিনে পশ্চিমবঙ্গে যাতে সর্বোচ্চ উন্নয়ন হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমি আগামীকাল হুগলিতে যোগাযোগ সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করব। পাশাপাশি, নোয়াপাড়া ও দক্ষিণেশ্বর মেট্রো রেলের সম্প্রসারিত অংশটিরও উদ্বোধন করা হবে বলেও টুইটে জানিয়েছেন তিনি। বলেন, এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট এবং দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। তাই এই প্রকল্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক।

এই বিষয়ে নিয়ে করা তৃতীয় টুইটে তিনি লেখেন, আপনারা জেনে খুশি হবেন বরাহনগর ও দক্ষিণেশ্বরের নবনির্মিত স্টেশনগুলিতে অনেক অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। যা সহজ জীবনযাত্রার জন্য আরও সহায়ক হবে। এই স্টেশনগুলিতে দৃষ্টিনান্দনিকতার ছোঁয়া রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version